ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কিশোর অপরাধ

কিশোর অপরাধ

কিশোর অপরাধী চক্রের ১৮ সদস্য গ্রেপ্তার

পিরোজপুরে কিশোর অপরাধী চক্রের (গ্যাং) ১৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর উপজেলার কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে শুক্রবার রাতে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে হওয়া পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আটক কিশোর-তরুণদের কাছ থেকে চাইনিজ কুড়াল, চাপাতি, হাতুড়ির মতো দেশীয় অস্ত্রও জব্দ করেছে পুলিশ।  শনিবার জেলা পুলিশ এ তথ্য জানিয়েছে। তারা জানায়, শুক্রবার রাত ৮টার দিকে পৌর শহরের কৃষ্ণচূড়ার মোড় এলাকায় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রতিপক্ষের এক কিশোরকে একা পেয়ে মারধর করে। এ সময় লোহার রড ও হাতুড়ির পিটুনিতে ওই কিশোর গুরুতর আহত হয়। এ ঘটনায় তার মা মোসা. শিউলি বেগম বাদী হয়ে সদর থানায় মামলা করেন। পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ১৫ জনকে আটকের পর গ্রেপ্তার দেখায়।

আপডেটঃ ৩০ মার্চ ২০২৪ | ১৬:২৯
কিশোর অপরাধী চক্রের ১৮ সদস্য গ্রেপ্তার

সর্বশেষ