ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

পিরোজপুরে দুই ঘটনায় মামলা

কিশোর অপরাধী চক্রের ১৮ সদস্য গ্রেপ্তার

কিশোর অপরাধী চক্রের ১৮ সদস্য গ্রেপ্তার

পিরোজপুর সদর থানা। ফাইল ছবি

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ৩০ মার্চ ২০২৪ | ১৬:২৪ | আপডেট: ৩০ মার্চ ২০২৪ | ১৬:২৯

পিরোজপুরে কিশোর অপরাধী চক্রের (গ্যাং) ১৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর উপজেলার কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে শুক্রবার রাতে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে হওয়া পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আটক কিশোর-তরুণদের কাছ থেকে চাইনিজ কুড়াল, চাপাতি, হাতুড়ির মতো দেশীয় অস্ত্রও জব্দ করেছে পুলিশ। 

শনিবার জেলা পুলিশ এ তথ্য জানিয়েছে। তারা জানায়, শুক্রবার রাত ৮টার দিকে পৌর শহরের কৃষ্ণচূড়ার মোড় এলাকায় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রতিপক্ষের এক কিশোরকে একা পেয়ে মারধর করে। এ সময় লোহার রড ও হাতুড়ির পিটুনিতে ওই কিশোর গুরুতর আহত হয়। এ ঘটনায় তার মা মোসা. শিউলি বেগম বাদী হয়ে সদর থানায় মামলা করেন। পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ১৫ জনকে আটকের পর গ্রেপ্তার দেখায়।

এদের মধ্যে রয়েছে– মো. মফিজুল ইসলাম (৩০), মো. আমিরুল (২০), শাহরিয়ার রাতুল (১৮), কাওসার মৃধা (১৮), সাগর হাওলাদার (১৮), মো. মুন্না জমাদ্দার (১৮)। বাকি ১০ জনের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে। 

এদিকে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বলেশ্বর নদীর তীরে দুই কিশোর-কিশোরীকে ধাওয়া করে কিশোর গ্যাংয়ের কয়েক সদস্য। তারা কিশোরীর কাছ থেকে ১৫০০ টাকা ছিনিয়ে নেয়। পাশাপাশি কিশোরকে অপহরণ করে পরিবারের কাছে মোটা অংকের মুক্তিপণ দাবি করে। পরিবার তাদের ৩১০০ টাকা দিলেও ছেলেটিকে ছাড়েনি দুর্বৃত্তরা। পরে তার বাবা মো. লিয়াকত আলী সরদার সদর থানায় মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে পৌর শহরের খুমুরিয়ার একটি বাসা থেকে উদ্ধার করে। এ সময় এজাহারভুক্ত তিন আসামি– রাতুল ইসলাম তুর্য (২০), দিব্য মৃধা (২০) ও শান্ত দত্তকে (১৯) গ্রেপ্তার করা হয়। 

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. মুকিত হাসান খান বলেন, দুটি পৃথক ঘটনায় তারা অভিযোগ পেয়েছিলেন। এর ভিত্তিতে শুক্রবার রাতে কিশোর গ্যাংয়ের ১৮ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের দলের অন্য সদস্য ও পৃষ্ঠপোষকদের আটকের চেষ্টা চলছে।


 

আরও পড়ুন

×