শেষ হলো খুদে উদ্যোক্তাদের মেলা

মেলায় নানা পণ্যের পসরা সাজিয়ে বসেন ক্ষুদ্র উদ্যোক্তারা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০১৯ | ১০:০১
অন্যের ওপর নির্ভর না করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছেন– এমন উদ্যোক্তাদের নিয়ে রাজধানীর ধানমন্ডির গ্যালারি ২৭-এ তিন দিনব্যাপী মেলার আয়োজন করা হয়। শুক্রবার ছিল মেলার শেষ দিন।
অনলাইনভিত্তিক সংগঠন 'আমরা আমরাই'-এর আয়োজনে একই ছাদের নিচে দেশি-বিদেশি নানা পণ্যের পসরা সাজিয়েছিলেন উদ্যোক্তারা। মেলায় নানা পণ্য নিয়ে হাজির হন দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষুদ্র উদ্যোক্তারা। মেলায় ছিল ঘরে বানানো নানা পদের খাবার, অর্গানিক খাবার, দেশে তৈরি নানা ধরনের কাপড়, শাড়ি, শিশুদের খেলনা ইত্যাদি।
এরকম আয়োজনে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত তরুণ উদ্যোক্তারা। উচ্ছ্বাসের কারণ নিজেদের উৎপাদিত পণ্য বিক্রির এমন এক প্ল্যাটফর্ম পাওয়া এবং ব্যবসার ফাঁকে ফাঁকে এর প্রসারে জনসংযোগের কাজটাও সেরে নেওয়ার সুযোগ পাওয়া।
এদিকে উদ্যোক্তাদের এ আয়োজনে সম্পৃক্ত করতে পেরে খুশি আয়োজকরাও। আয়োজকদের একজন জনি জানান, দেশের নানা প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা উদ্যোক্তাদের এক কাতারে আনতে এ ধরনের আয়োজন বাড়ানো দরকার। তাদের সংগঠন আগামী বছর এরকম আরও পাঁচটি উদ্যোক্তা মেলা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।