ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মিরপুর কালশীতে বস্তির আগুন নিয়ন্ত্রণে

মিরপুর কালশীতে বস্তির আগুন নিয়ন্ত্রণে

আগুনের ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৯ | ১৫:১০

রাজধানীর মিরপুরের কালশী এলাকায় বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার গভীর রাতে আগুন লাগার ঘণ্টা খানেক পর তা নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসেন জানান, রাত ১২টা ৫০ মিনিটে কালশীর হিরুর মার বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায় এবং রাত ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানাতে পারেননি ওই কর্মকর্তা। খবর ইউএনবি

আরও পড়ুন

×