ক্র্যাবের সভাপতি খায়ের সাধারণ সম্পাদক বিকু

আবুল খায়ের (বাঁয়ে) ও আসাদুজ্জামান বিকু
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৯ | ১১:২১
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির ২০২০ সালের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন দৈনিক ইত্তেফাকের আবুল খায়ের ও সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক পূর্বাঞ্চলের আসাদুজ্জামান বিকু।
সভাপতি পদে খায়ের পেয়েছেন ১৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডেইলি সানের ইসারফ হোসেন ইসা পেয়েছেন ১১০ ভোট। ১৩৩ ভোটে বিজয়ী বিকুর নিকটতম প্রতিদ্বন্দ্বী ভোরের কাগজের দেব দুলাল মিত্র পেয়েছেন ৯৯ ভোট।
মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব কার্যালয়ে ওই বার্ষিক ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। রাতে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান পারভেজ খান ফলাফল ঘোষণা করেন।
বিভিন্ন গণমাধ্যমে অপরাধ বিভাগে কর্মরত এই সংগঠনে এবার ভোটার সংখ্যা ছিল ২৭৭ জন। তাদের মধ্যে ২৫৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ক্র্যাব কার্যনির্বাহী অন্যান্য পদে বিজয়ীরা হলেন-সহ-সভাপতি চ্যানেল আইয়ের মোরছালীন বাবলা, যুগ্ম সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের সাখাওয়াত হোসেন কাওসার, অর্থ সম্পাদক পদে আবু হেনা রাসেল, সাংগঠনিক সম্পাদক পদে জনকণ্ঠের নিয়াজ আহমেদ লাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হরলাল রায় সাগর, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে এটিএন বাংলার জিএম তসলিম উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সংবাদের সাইফ বাবলু, দফতর সম্পাদক পদে নয়া দিগন্তের শহিদুল ইসলাম রাজী, কল্যাণ সম্পাদক পদে আমাদের অর্থনীতির ইসমাঈল হোসেন ইমু এবং আন্তর্জাতিক সম্পাদক পদে জনতার শাহীন আলম নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত তিনজন হলেন- মানবজমিনের
রুদ্র মিজান, এসএ টিভির বাতেন বিপ্লব ও বাংলা নিউজের আবাদুজ্জামান শিমুল।
- বিষয় :
- ক্র্যাব