গুলশানে ১৪ তলা ভবনে অগ্নিকাণ্ড

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২১ | ০৯:৫৩ | আপডেট: ২০ নভেম্বর ২০২১ | ০৯:৫৪
রাজধানী ঢাকার গুলশান-২ এর একটি ১৪ তলা ভবনের তৃতীয় তলায় আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার রাতে গুলশান ২ এর ইউনিমার্ট ভবনের তিন তলায় এই আগুন লাগে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, রাত ৯টার দিকে গুলশান-২ এর ইউনিমার্ট ভবনের তৃতীয় তলায় আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের বারিধারা অফিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তা নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। আগুন নিয়ন্ত্রণে আসলেও তৃতীয় তলা থেকে এখনো (রাত ৯টা ৪০মিনিট) ধোঁয়া বের হচ্ছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি।