ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মিরপুর থানার এসআই

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মিরপুর থানার এসআই

এসআই আব্দুর রকিব খান বাপ্পি

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২০ | ২২:০৭

বিয়ের প্রতিশ্রুতিতে ও ভীতি প্রদর্শন করে একাধিকবার ধর্ষণের অভিযোগে মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রকিব খান বাপ্পিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এক তরুণীর করা মামলায় শেরে বাংলা নগর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

অভিযুক্ত আব্দুর রকিব খান বাপ্পির গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তারাইলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুনসি জানান, মামলায় বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ এবং ভিডিও ধারণ করে সামাজিক সম্মান ক্ষুন্ন করার ভীতি প্রদর্শন করে পুনঃধর্ষণের অভিযোগ তুলেছেন ওই তরুণী।

এদিকে, ধর্ষণের আলামত পরীক্ষার জন্য ভুক্তভোগী তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

আরও পড়ুন

×