ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

প্রাইভেটকারের ধাক্কায় ভাটারায় যুবক নিহত

প্রাইভেটকারের ধাক্কায় ভাটারায় যুবক নিহত

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২১ | ১৩:৩৪ | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২১ | ১৩:৩৪

রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় শুক্রবার বিকেলে প্রাইভেটকারের ধাক্কায় বাইসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম আয়াতুল ইসলাম (৩০)। তিনি পেশায় গাড়িচালক বলে জানা গেছে।

ভাটারা থানার ওসি সাজেদুর রহমান সমকালকে বলেন, দুর্ঘটনায় দায়ী প্রাইভেটকারটি শনাক্ত করার চেষ্টা চলছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করছে পুলিশ। দ্রুতই অভিযুক্তকে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা করছি।

নিহতের স্ত্রীর ভগ্নিপতি মো. জীবন জানান, কুড়িলের মৃধাবাড়ী এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন আয়াতুল। তিনি বসুন্ধরা আবাসিক এলাকায় কাজ করতেন। শুক্রবার পেশাগত কাজ শেষে তিনি বাইসাইকেলে বাসায় ফিরছিলেন। পথে বসুন্ধরার এম ব্লকে গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাকে স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের তারাকান্দিতে। বাবার নাম নূর ইসলাম।

আরও পড়ুন

×