ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

রামপুরায় বাসে আগুনের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ২

রামপুরায় বাসে আগুনের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ২

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২১ | ১৩:৪০ | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২১ | ১৩:৪০

রাজধানীর রামপুরায় বাসচাপায় শিক্ষার্থী নিহত হওয়ার জেরে কয়েকটি বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানোর ঘটনায় জড়িত সন্দেহে শনিবার দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার দুটি এলাকায় অভিযান চালিয়ে তাদের ধরা হয়। তারা হলেন- স্বপন রেজা ও শহিদ ব্যাপারী।

রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম সমকালকে বলেন, বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের করা মামলায় দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। স্বপন ব্যক্তিগত গাড়ির চালক ও শহিদ তার বাবার সবজি ব্যবসায় সহায়তা করেন।

রামপুরা থানার এসআই তৌহিদুল ইসলাম জানান, সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ ও তদন্তের ভিত্তিতে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।


আরও পড়ুন

×