ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বাংলামোটরে আরকে টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

বাংলামোটরে আরকে টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২১ | ০১:১৯ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২১ | ০১:২৯

রাজধানী ঢাকার বাংলামোটরে সিআর দত্ত রোডে অবস্থিত আর কে টাওয়ারে আগুন লেগেছে। শনিবার দুপুরে এই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, দুপুর সোয়া ১২টার দিকে বাংলামোটরের আর কে টাওয়ারের আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে তাদের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।

দুপুর ১টা ২০ মিনিটের দিকে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, তারা এখান আগুন নিয়ন্ত্রণের খবর পাননি। 

এদিকে এই অগ্নিকাণ্ডের কারণে সোনার গাঁও সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।  

আরও পড়ুন

×