'বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু' বইয়ের মোড়ক উন্মোচন
'দেশকে এগিয়ে নিতে বঙ্গবন্ধুকে উপলব্ধি করতে হবে'

ডোবা থেকে যুবকের মরদেহের তিন টুকরো উদ্ধার।
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২১ | ১০:৩৮ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২১ | ১০:৩৮
'বঙ্গবন্ধু সব সময় বলতেন, বঞ্চিত মানুষের জন্য কাজ করতে হবে। আমরা যেন সেই বঞ্চিত মানুষের কথা ভুলে না যাই। বঙ্গবন্ধুকে যদি উপলব্ধি না করি, তাহলে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব না।'
'বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু' বইয়ের প্রকাশনা উৎসবে এসব কথা বলেছেন বিশিষ্টজন। সোমবার সন্ধ্যায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ, রাশিয়া বঙ্গবন্ধু পরিষদ ও বেসরকারি এনআরবিসি ব্যাংক যৌথভাবে বইটি প্রকাশ করেছে। দেশের ৭৫ জন প্রখ্যাত লেখক, সাহিত্যিক ও রাজনীতিবিদের লেখা অন্তর্ভুক্ত হয়েছে বইটিতে।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। রাশিয়া বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমালের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা, প্রকাশিত বইয়ের নির্বাহী সম্পাদক ড. নুরুন নবী, এনআরবিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু প্রমুখ।
অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে তার জীবন ও কর্ম নিয়ে অনেক লেখাই প্রকাশিত হচ্ছে। এটি আমাদের জন্য আনন্দের। বঙ্গবন্ধু এই দেশের মাটি ও মানুষের নেতা ছিলেন। বঙ্গবন্ধু ও বাংলাদেশ অবিচ্ছেদ্য অংশ। দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই তার জীবনের মূল দর্শন ছিল। ১৯৪৮ সাল থেকে স্বাধীনতা পর্যন্ত পাকিস্তানের গোয়েন্দা প্রতিবেদনগুলো ঘাঁটলে স্বাধীনতার লক্ষ্যে প্রতিটি আন্দোলনেই বঙ্গবন্ধুর সক্রিয়তা লক্ষ্য করা যায়। এসব ঘটনাপরম্পরায় তিনি বঙ্গবন্ধু থেকে হয়ে উঠেছেন বিশ্ববন্ধু।
প্রকাশিত বইটিকে গুরুত্বপূর্ণ একটি দলিল মন্তব্য করে স্পিকার বলেন, আশা করছি, ভবিষ্যতে বইটি অন্য ভাষাতেও অনূদিত হবে।
ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিভিন্ন সম্মেলনে যোগ দেওয়ার সময় পেয়েছেন কম। তবে তিনি যেসব আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছিলেন, সেসব সম্মেলন আবর্তিত হয়েছে তাকে ঘিরে।
স্বাগত বক্তব্যে বইটির প্রধান সম্পাদক কবি আসাদ চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের শেষদিকে এসে এ রকম একটি বই প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। এই বইটির সঙ্গে বাংলাদেশ ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া জড়িত। দেশের বরেণ্য, জ্ঞানী, গুণী, সাহিত্যিকসহ বিদগ্ধ ব্যক্তিদের দৃষ্টিতে বঙ্গবন্ধু আলোচিত হয়েছেন।
এ ছাড়া অনুষ্ঠানে সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন, ডিবিসি নিউজের প্রধান সম্পাদক মো. মঞ্জুরুল ইসলাম এবং একাত্তর টেলিভিশন ও আরটিভিকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।