ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

দরিদ্র যাত্রাশিল্পীদের জন্য অর্থ বরাদ্দের দাবি

দরিদ্র যাত্রাশিল্পীদের জন্য অর্থ বরাদ্দের দাবি

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২২ | ০৮:১৮ | আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২২ | ০৮:১৮

করোনাকালে দেশে যাত্রানুষ্ঠান বন্ধ থাকায় অবর্ণনীয় দুর্ভোগের কবলে পড়েছেন বিভিন্ন এলাকার বহু শিল্পীকুশলী। জীবন-জীবিকার অনিশ্চয়তায় বর্তমানে মানবেতর জীবন যাপন করছেন যাত্রাশিল্পীরা। এ সমস্যা থেকে উত্তরণের লক্ষ্যে যাত্রা মালিক-শিল্পীরা সংস্কৃতি প্রতিমন্ত্রীর কাছে বিশেষ কোটার আওতায় অর্থ বরাদ্দের দাবি জানান।

সোমবার বিকেলে রাজধানীর চামেলীবাগস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের জরুরি সভায় এ দাবি জানানো হয়।

সংগঠনের সভাপতি মিলন কান্তি দে'র সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সোহেল হায়দার জসীম, মোশারফ হোসেন নয়ন, বদরুল আলম দুলাল, বজলুর রহমান মিলন, এম আলম লাভলু, এম আলীম, নজরুল মাতব্বর, সুমন্ত সাহা, লিয়াকত আলী, সাখাওয়াত হোসেন সেলিম প্রমুখ।

এর আগে সংগঠন বিরোধী অমানবিক কার্যকলাপের দায়ে সাংস্কৃতিক সম্পাদক এস এম শফিকে সর্বসম্মতিক্রমে বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন

×