মিরপুরের ক্ষুদ্র ব্যবসায়ীদের দেওয়া হলো করোনার টিকা

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২২ | ০৩:৪৮ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২২ | ০৩:৪৮
রাজধানীর উত্তরার পর এবার করোনার টিকা দেওয়া হলো মিরপুর এলাকার দোকান মালিক ও কর্মচারীদের। মিরপুরকে পাঁচটি কেন্দ্রে ভাগ করে এখানকার প্রায় পাঁচ হাজারের বেশি মানুষকে দেওয়া হয় সিনোভ্যাকের প্রথম ডোজ টিকা।
শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাঁচটি কেন্দ্রে একযোগে চলে টিকাদান কর্মসূচি।
কেন্দ্রগুলো হলো শাহআলী সিটি কর্পোরেশন মার্কেট, বেঙ্গলী মিডিয়াম স্কুল, মিরপুর শপিং সেন্টার, শাহ্আলী প্লাজা এবং জান্নাত একাডেমি উচ্চ বিদ্যালয়। এসকল কেন্দ্রে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ৩০ জন ভ্যাকসিনেটর ও ৭০ জন স্বেচ্ছাসেবক তাৎক্ষণিক রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা দেন এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীদের। আঠারো বছরের বেশি বয়সী দোকান মালিক ও কর্মচারীরা তাৎক্ষণিক রেজিস্ট্রেশনের মাধ্যমে গ্রহণ করেন করোনার প্রথম ডোজ টিকা। পুরো কার্যক্রম মনিটরের দায়িত্বে ছিলেন ঢাকা সিভিল সার্জন অফিসের দুইজন চিকিৎসক।
মিরপুর শপিং সেন্টার কেন্দ্রে সকালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন শিল্প প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার। এসময় তিনি বলেন, সরকারের পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে, ২৬ ফেব্রুয়ারি গণটিকা দেওয়ার মাধ্যমে দেশের সকল মানুষকে করোনার প্রথম ডোজ টিকার আওতায় আনতে উদ্যোগ নিয়েছে সরকার। আর সারাদেশে গণটিকা কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজন অনুযায়ী বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আরো ভ্যাকসিনেটর ও স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে বলে জানিয়েছেন সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আজম।
এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডা. মো. বেলাল হোসেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর শিকদার, বাংলাদেশ দোকান-মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন ও উত্তর সিটি কর্পোরেশনের সভাপতি মোহাম্মদ আলী।
কোকাকোলা ফাউন্ডেশনের সহযোগিতায় ও বাংলাদেশ দোকান-মালিক সমিতির উদ্যোগে রাজধানীর ক্ষুদ্র ব্যবসায়ীদের টিকাদান কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশিক্ষিত ১০০ জন ভ্যাক্সিনেটর এবং ২০০ জন দক্ষ স্বেচ্ছাসেবক।
উল্লেখ্য, দেশের সকল শ্রেণি পেশার মানুষকে করোনা টিকার আওতায় আনতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় গত ১২ ফেব্রুয়ারি থেকে রাজধানীর ক্ষুদ্র ব্যবসায়ীদের করোনা টিকাদান কর্মসূচি শুরু হয়। রাজধানী ঢাকাকে বিভিন্ন জোনে ভাগ করে পর্যায়ক্রমে চলছে এই টিকাদান কর্মসূচি।
- বিষয় :
- রাজধানী
- করোনার টিকা
- ক্ষুদ্র ব্যবসায়ী