ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

দেশে প্রজন্মের পর প্রজন্ম জানত না বঙ্গবন্ধু কে: জাফর ইকবাল

দেশে প্রজন্মের পর প্রজন্ম জানত না বঙ্গবন্ধু কে: জাফর ইকবাল

অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২২ | ০৯:৪৬ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২২ | ০৯:৪৭

বাংলাদেশে প্রজন্মের পর প্রজন্ম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে সেটা জানত না বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদ অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। তিনি বলেছেন, দেশে অনেকেই জানত না বঙ্গবন্ধু বাংলাদেশের জন্য কী করেছেন। এর থেকে বড় অপরাধ কিছু হতে পারে না। পৃথিবীর কোথাও এর থেকে বড় অপরাধ হয়নি।

শনিবার অমর একুশে বইমেলার পঞ্চম দিনে বাংলা একাডেমি চত্বরে ‘মুজিব গ্রাফিক নভেল’-এর নবম ও দশম খণ্ডের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন অধ্যাপক জাফর ইকবাল। অনুষ্ঠানে নতুন প্রজন্মকে বই পড়ায় উৎসাহ জোগান তিনি।

অনুষ্ঠানে মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা ইতিহাসের নিকৃষ্টতম কাজ ছিল। নতুন প্রজন্মের কাছে ইতিহাসের মহানায়ককে তুলে ধরা প্রয়োজন।’

এ সময় কথা বলেন কথাসাহিত্যিক আনিসুল হকও। তিনি বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে মানসম্পন্ন প্রবন্ধের ওপর জোর দেন। কীভাবে বঙ্গবন্ধু পরিশ্রম করলেন, কীভাবে পাকিস্তান থেকে ভাষা আন্দোলন হলো, কীভাবে সেখান থেকে জাতীয়তাবাদী আন্দোলন শুরু হলো- এসব তরুণ প্রজন্মকে জানার পরামর্শ দেন তিনি।

আরও পড়ুন

×