রামপুরায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ মার্চ ২০২২ | ২২:৪৪ | আপডেট: ০২ মার্চ ২০২২ | ২২:৪৬
রাজধানী রামপুরার বউবাজারে একটি ভাঙারির দোকানে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে বিস্ফোরণে সৃষ্ট আগুনে পাঁচ জন দগ্ধ হয়েছেন। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বুধবার রাত সোয়া ১টার দিকে এই ঘটনা ঘটে। দগ্ধ পাঁচ জন হলেন- নাদের (৪৫), নুরন্নবী (৫১), ইউসুফ (৫০), হেলাল উদ্দিন (৫০) ও সিদ্দিক (৫০)।
হাসপাতাল সূত্রে জানা যায়, আগুনে নাদেরের শরীরের ৪৩ শতাংশ, নুরন্নবীর ৪২ শতাংশ, ইউসুফের ১২ শতাংশ, হেলাল উদ্দিনের ৮৫ শতাংশ ও সিদ্দিকের ৫৪ শতাংশ দগ্ধ হয়েছে। ইউসুফ ছাড়া বাকিদের অবস্থা আশঙ্কাজনক।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের খিলগাঁও অফিসের দুটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
- বিষয় :
- রামপুরা
- বউবাজার
- গ্যাস সিলিন্ডার
- বিস্ফোরণ
- অগ্নিদগ্ধ