ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

আনসার আল ইসলামের এক সদস্য গ্রেপ্তার

আনসার আল ইসলামের এক সদস্য গ্রেপ্তার

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৪ | ০২:২০

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট-এটিইউ। শুক্রবার রাজধানীর শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আনসার আল ইসলামের ওই সদস্যের নাম আবরার হোসাইন।

এটিইউর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার মাহফুজুল আলম রাসেল জানান, ঢাকা রেলওয়ে থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার এজাহারভুক্ত আসামি আবরার পলাতক ছিলেন। তিনি কারাবন্দি শীর্ষ জঙ্গি নেতাদের সঙ্গে বাইরে থাকা জঙ্গিদের যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করতেন।

আরও পড়ুন

×