ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

৫০ হাজার সিমসহ অবৈধ ভিওআইপি ব্যবসায়ী রাজ গ্রেপ্তার

৫০ হাজার সিমসহ অবৈধ ভিওআইপি ব্যবসায়ী রাজ গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০২৪ | ২২:০৪

বিটিআরসির অনুমোদনবিহীন ভিওআইপি সরঞ্জামাদি ব্যবহার করে দেশ থেকে অন্য দেশের সঙ্গে টেলিযোগাযোগের ব্যবসা করছিলেন আব্দুর রহিম রাজ। সোমবার সকাল থেকে রাজধানীর নয়পল্টনে একটি বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন কোম্পানির ৫০ হাজার সিম কার্ডসহ অবৈধ ভিওআইপি সরঞ্জামাদি উদ্ধার করেছে র‌্যাব। এসময় সেখান থেকে  রাজকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবীর বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নয়াপল্টনের আবাসিক ওই বাড়িতে সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এসব সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরে এসব সরঞ্জামাদির কোনো বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারেননি অভিযুক্ত রাজ। অবৈধ ভিওআইপি ব্যবসার কারণে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব গচ্চা যাচ্ছে। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রাজ জানিয়েছে, গত তিন বছর ধরে তিনি অবৈধভাবে ভিওআইপি সরঞ্জামাদি স্থাপন করে অন্য দেশের সঙ্গে টেলিযোগাযোগের ব্যবসা করছিলেন। তার কাছ থেকে ৫০ হাজার ‍পিস বিভিন্ন অপারেটরের সিম কার্ড উদ্ধার করা হয়েছে। এর মধ্যে টেলিটকের সিম সবচেয়ে বেশি।

র‌্যাব–৩–এর অধিনায়ক আরও বলেন, গ্রেপ্তার আসামির সঙ্গে অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত অজ্ঞাতনামা পলাতক আসামিদের আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। জব্দ করা ভিওআইপি সরঞ্জামাদিসহ আসামি থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আরও পড়ুন

×