ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

প্রশংসায় গা ভাসিয়ে দিতে চাই না: সোহেল

প্রশংসায় গা ভাসিয়ে দিতে চাই না: সোহেল

সোহেল মণ্ডল

বুলবুল ফাহিম

প্রকাশ: ১৬ মে ২০২৪ | ১৫:২৪ | আপডেট: ১৬ মে ২০২৪ | ১৫:৫৯

২০০৬ সালের কথা। সেই সময় অভিনেতা সোহেল মণ্ডল যুক্ত হন মঞ্চ নাটকের সঙ্গে। প্রথমে নাগরিক নাট্যাঙ্গন, পরে ২০০৯ সালে প্রাচ্যনাটে। এরপর দাঁতে দাঁত চেপে দীর্ঘ সময় কাজ করে গেছেন। নিজের প্রতিভা ও দক্ষতা তুলে ধরার যে সুযোগটা তিনি চাচ্ছিলেন, তার দেখা পান ২০১৬ সালে ‘আন্ডার কনস্ট্রাকশন’ সিনেমার মাধ্যমে। এরপর ‘মুসাফির’। তবুও যেন ছিলেন আড়ালেই।

অবশেষে ২০২০ সালে আহমেদ শাওকীর ‘তাকদীর’ সিরিজের মন্টু চরিত্রে নিখুঁত অভিনয় দিয়ে সবার মন কাড়েন সোহেল। এরপর আর ফিরে তাকাতে হয়নি। তাঁর জীবনের গল্প সিনেমার থেকে কম রোমাঞ্চকর নয়। ১৯৯২ সাল থেকে পরিবার নিয়ে ঢাকায় থাকা হলেও এক সময় গ্রামে চলে যেতে হয়। পরে উচ্চ মাধ্যমিক শেষে আবার ঢাকায় ফেরা। ভর্তি হন সরকারি বাঙলা কলেজে।

এ অভিনেতা কথায় কথায় বললেন, ‘স্ট্রাগল প্রত্যেক মানুষেরই থাকে। আমারও ছিল। অতীতের গল্প বর্তমানে বলতে চাই না।’ সোহেল জানালেন, মূলত মঞ্চে কাজ করতে গিয়ে একটি সার্কেল তৈরি হয়েছিল তাঁর। সোহেলের সিনেমার জীবন শুরু হয় এক বন্ধুর মাধ্যমে। যিনি তাঁকে প্রথম বলেছিলেন ‘আন্ডার কনস্ট্রাকশন’ সিনেমার কথা। বন্ধুর কথামতো ব্যক্তিজীবনে অন্তর্মুখী সোহেল হুট করেই সিদ্ধান্ত নেন অডিশন দেওয়ার। এরপর একে একে অভিনয় করেন ‘আয়নাবাজি’, ‘রংঢং’, ‘মায়ার জঞ্জাল’, ‘হাওয়া’র মতো সিনেমায়। এ ছাড়া ‘বলি’, ‘রিফিউজি’, ‘টান’, ‘পেটকাটা ষ’, ‘৯ এপ্রিল’সহ আরও কয়েকটি সিরিজে অভিনয় করেছেন।

সবশেষ গেল ৩ মে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত নতুন সিনেমা ‘শ্যামাকাব্য’। বদরুল আনাম সৌদ পরিচালিত সাইকোলজিক্যাল থ্রিলার ধাঁচের ছবিটিতে প্রেমের বিষয়টিও বেশ স্পষ্ট। এতে নীলাকে দেখা যায় শ্যামার ভূমিকায়। এ ছবিতে দারুণ সাড়া পেয়েছেন সোহেল। দেশি গুণী শিল্পীরাও তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন।

তাঁর কথায়, ‘সিনেমাটি দেখে দেশের বড় বড় শিল্পীরা প্রশংসা করেছেন। এটি অবশ্যই ভালো লাগার বিষয়। তবে এই প্রশংসায় গা ভাসিয়ে দিতে চাই না। আরও ভালো কাজ করতে হবে। তারা যেমন আমার কাজে খুশি হয়েছেন, আমি সেই আস্থার প্রতিদান দিতে চাই।’ এখনও অনেক ধরনের চরিত্রে অভিনয় করা বাকি রয়েছে তাঁর। ভালো গল্প হলে যে কোনো প্রজেক্টেই কাজ করতে চান সোহেল। তাঁর ভাষ্য, ‘এখন অনেকটা বেছে বেছেই কাজ করছি। প্রথমে গল্প ও চিত্রনাট্য দেখি। এরপর নিজের সঙ্গে বুঝে সিদ্ধান্ত নিই।’

সিনেমা, ওটিটির পাশাপাশি নাটকেও দেখা যাচ্ছে সোহেলকে। তিন মাধ্যমেই সক্রিয় থাকতে চান তিনি। বললেন, ‘শুরুর দিকে নাটকে অভিনয় খুব বেশি উপভোগ করতাম না। পরে যখন মনে হলো, অভিনয় তো অভিনয়। এখানে মাধ্যম কোনো বিষয় নয়। তাই নাটকে কাজ করছি। সামনে ঈদের জন্য পাঁচ-ছয়টি নাটকে কাজ শুরু করেছি। এ ছাড়া হাতে রয়েছে আরও দুটি সিনেমা। এর মধ্যে সোহেল আরমানের পরিচালনায় ‘সংবাদ’ সিনেমায় যুক্ত হয়েছি। আর মাসুদ হাসান উজ্জ্বলের ‘বনলতা সেন’ সিনেমার শুটিং শেষ।

চলতি বছর ভারতের মর্যাদাপূর্ণ সিনে পুরস্কার ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’ জিতেছেন সোহেল। মানিক বন্দোপাধ্যায়ের দুটি মাস্টারপিস গল্প নিয়ে পরিচালক ইন্দ্রনীল রায় চৌধুরীর তৈরি ‘মায়ার জঞ্জাল’ সিনেমায় ‘সেরা অভিষেক অভিনেতা’ হিসেবে পুরস্কার জিতে নেন তিনি।

সোহেল লম্বা সময় ধরেই অভিনয়ের পাশাপাশি ভিডিও এডিটর হিসেবে কাজ করছেন। অমিতাভ রেজার ‘ঢাকা মেট্রো’ সিরিজের সম্পাদনা এবং কালার গ্রেডিং করেছেন তিনি। ‘ইতি তোমারই ঢাকা’ ছবির নুহাশ হুমায়ূনের অংশটা তাঁরই এডিট করা। আবরার আতাহারের ‘কলি-২’তেও এডিটর হিসেবে কাজ করেছেন তিনি। এ ছাড়া অসংখ্য বিজ্ঞাপন, নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের এডিটিং করেছেন তিনি। তবে এখন আপাতত তাঁর সব ভালোবাসা অভিনয় ঘিরেই।

আরও পড়ুন

×