চল্লিশে পা দিয়েছেন?

.
ডাক্তারবাড়ি ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪ | ২২:০৫
চল্লিশের কোঠায় পা মানে আপনি জীবনের এক নতুন মাইলফলক ছুঁয়েছেন। এই বয়সে পেশাজীবন, সংসার, সাফল্য তুঙ্গে। তারুণ্যের ছটফটানির দিন শেষ, গল্লাপান স্থির হয়েছেন। গুছিয়ে এনেছেন সবকিছু, আর ঠিক এই সময়ই আকস্মিক হৃদরোগ, উচ্চ রক্তচাপ বা মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক) সবকিছু এলোমেলা করে দিতে পারে। বয়স ৪০ পেরোনোর পর থেকেই হৃদরোগের ঝুঁকি বাড়তে থাকে। তাই এটা সাবধানতার সময়, নিজের দিকে আলাদা করে নজর দেওয়ার সময়।
lখাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন। তেল-চর্বিযুক্ত খাবার, ফাস্টফুড, গরু-খাসির ‘মাংস, কলিজা, মগজ, কেক-পেস্ট্রি, কোমল পানীয় ইত্যাদির পরিমাণ সীমিত রাখুন। তাজা শাকসবজি, ফলমূল, লাল চাল বা লাল আটার তৈরি খাবার, ভুট্টা-যব এবং সালাদ বেশি করে খান। লবণ খাওয়াও কমিয়ে দিন।
l এতদিন সময় পাননি, এবার হাঁটতে শুরু করুন। বেশি না, প্রতিদিন ৩০ মিনিটই যথেষ্ট । অথবা সপ্তাহে অন্তত ১৫০ মিনিট। হাঁটাহাটি ছাড়াও সাঁতার, সাইকেল চালনা, খেলাধুলা করতে পারেন। মোট কথা, এবার নিয়মিত শারীরিক পরিশ্রমের অভ্যাস করুন, তাহলেই সুস্থ-সচল থাকতে পারবেন।
lধূমপান ছাড়ার সিদ্ধান্তটা শুরুত্বের সঙ্গে নিতে হবে। মনের জোর থাকলে নিশ্চয়ই পারবেন। পাশাপাশি তামাক, গুল, জর্দা ইত্যাদি সেবনের অভ্যাসও পুরোপুরি বাদ দিন।
lপরিবারে হৃদরোগের ইতিহাস সন্ধান করুন। বাবা-মা, ভাইবোন বা রক্ত-সম্পর্কের কারও মধ্যে ৫৫ বছরের কম বয়সী পুরুষ বা ৬৫ বছরের কম বয়সী নারীদের হৃদরোগ বা হার্ট অ্যাটাক হয়ে থাকলে সতর্ক হোন ।
lনিজের ওজন সম্পর্কে সচেতন হোন। উচ্চতা অনুযায়ী ওজন বজায় রাখুন। কিছু পরীক্ষা-নিরীক্ষা জরুরি। রক্তে শর্করা ও চর্বির মাত্রা দেখে নিন । রক্তচাপ মাপুন। সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিন। হেলা করবেন না ।
lরাত জাগার অভ্যাস ছাড়ুন। হৃদরোগ এড়াতে সাত-আট ঘণ্টার নিরবচ্ছিন্ন ঘুম জরুরি। বিছানায় যাওয়ার আগে রাত জেগে মোবাইল, ফেসবুক, কম্পিউটার বা গেমস নিয়ে ব্যস্ত থাকা উচিত নয়। রাতের খাওয়া ৯টার মধ্যে সেরে নিন।
lমানসিক চাপ, দুশ্চিন্তা কমান। বন্ধুবান্ধব, পরিবার ও স্বজনের সঙ্গে সুন্দর সময় কাটান। ভালো শখের পরিচর্যা করুন। মাঝেমধ্যে কাজে বিরতি নিয়ে বেরিয়ে আসুন ।
lত্বকের স্বাস্থ্যে ডায়েটও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ, আমরা যা খাই তারই প্রতিফলন ঘটে আমাদের ত্বকে। তাই মনে রাখতে হবে, ত্বকে কোলাজেনের উৎপাদন বাড়াতে হলে ডায়েটেও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে হবে। এ ক্ষেত্রে বাইরের ভাজাভুজি ও মিষ্টি জাতীয় খাবার ছেড়ে হেলদি খাবারেই পেট ভরালে উপকৃত হবেন আপনি নিজেই। পাতে বেশি করে ভিটামিন সি যুক্ত ফলমূল, শাকসবজি রাখতে হবে। ত্বকে কোলাজেনের উৎপাদন বাড়াতে সাহায্য করে ভিটামিন সি। তাই লেবু, পেয়ারা, আমলকীর মতো ভিটামিন সি সমৃদ্ধ ফল খান নিয়মিত v
- বিষয় :
- বয়স