আপনার থাইরয়েডকে জানুন, সুস্থ থাকুন

প্রতীকী ছবি: সংগৃহীত
ডা. এ হাসনাত শাহীন
প্রকাশ: ২৮ মে ২০২৫ | ২১:১২
আমাদের গলার নিচের দিকে প্রজাপতি আকৃতির একটি অতি প্রয়োজনীয় গ্রন্থি থাকে, যা থেকে নিঃসৃত হয় থাইরয়েড হরমোন। থাইরয়েড হরমোন মানুষের বৃদ্ধি, বিকাশ, শরীরবৃত্তিক আর বিপাকীয় নানা ক্রিয়া-প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতি প্রয়োজনীয় এ হরমোনের পরিমাণ কম বা বেশি হলে শরীরে দেখা দেয় নানা জটিলতা।
বিশ্বব্যাপী প্রায় ৭০ কোটিরও বেশি মানুষ থাইরয়েডের সমস্যায় আক্রান্ত। বাংলাদেশের সঠিক কোনো পরিসংখ্যান না থাকলেও ধারণা করা হয় প্রায় ৩০ শতাংশ মানুষ থাইরয়েড জটিলতায় ভুগছেন। বিশাল জনগোষ্ঠীর এই দেশে প্রায় পাঁচ কোটিরও বেশি মানুষ বিভিন্ন ধরনের থাইরয়েড সমস্যায় ভুগছে। সাধারণত পুরুষের তুলনায় নারীর মধ্যে থাইরয়েডজনিত সমস্যা হার বেশি দেখা দেয়। মানুষের মধ্যে সচেতনতার অভাবে থাইরয়েডের রোগী চিকিৎসকের কাছে কম আসে। বয়স ও লিঙ্গভেদে ভিন্ন ভিন্ন উপসর্গ ও জটিলতা দেখা যায়। অনেক সময় উল্লেখযোগ্য কোনো উপসর্গ না থাকায় আক্রান্ত ব্যক্তি বুঝতে পারেন না। ২০০৯ সাল থেকে ২৫ মে সারা বিশ্বে সচেতনতা বাড়াতে তাই ‘বিশ্ব থাইরয়েড দিবস’ পালিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘আপনার থাইরয়েডকে জানুন, রোগের শুরুতে নির্ণয় করুন, সুস্থ থাকুন’।
থাইরয়েড হরমোনের ঘাটতি হলে তাকে বলে ‘হাইপোথাইরয়েডিজম’। এটি থাইরয়েডের সবচেয়ে পরিচিত সমস্যা। থাইরয়েডজনিত সমস্যার মধ্যে হাইপোথাইরেডিজম রোগীর সংখ্যা বেশি। সাধারণত নারীরা এ রোগে আক্রান্ত হন বেশি। প্রতি আটজন নারীর মধ্যে একজন হাইপোথাইরয়েডিজম সমস্যায় ভুগে থাকেন। বেশির ভাগ ক্ষেত্রে অটোইমিউন কারণে এটি দেখা দেয়। এছাড়া থাইরয়েডে অস্ত্রোপচার, থাইরয়েড গ্রন্থির প্রদাহ, আয়োডিনের ঘাটতি, রেডিয়েশন ও কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় হাইপোথাইরয়েডিজম হতে পারে।
হাইপোথাইরয়েডিজম আক্রান্ত ব্যক্তির অতিরিক্ত ক্লান্তিবোধ, ওজন বেড়ে যাওয়া, শীত শীত ভাব, অবসাদ, চুল ও ত্বকের সমস্যা, কোষ্ঠকাঠিন্য, নারীদের ক্ষেত্রে অনিয়মিত মাসিক বা অতিরিক্ত মাসিক, গর্ভ ধারণে অক্ষমতা, অকাল গর্ভপাত প্রভৃতি সমস্যা দেখা দিতে পারে। থাইরয়েড হরমোনের ঘাটতিজনিত প্রতিক্রিয়া ধীরে ধীরে পরিলক্ষিত হয় বলে বেশির ভাগ রোগী সমস্যা বুঝতে পারে না। অনেক ক্ষেত্রে রুটিন পরীক্ষার সময় থাইরয়েড হরমোনের ঘাটতি পরিলক্ষিত হয়। নবজাতকদের সাধারণত কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম দেখা দেয়। তাদের ক্ষেত্রে দৈহিক ও মস্তিষ্কের গঠন ও বিকাশ ব্যাহত হয়, এমনকি বুদ্ধিপ্রতিবন্ধী হতে পারে।
থাইরয়েড গ্রন্থি অতিরিক্ত সক্রিয়তার কারণে থাইরয়েড হরমোন বেশি নিঃসৃত হলে তাকে হাইপারথাইরয়েডিজম বলে। এর ফলে বুক ধড়ফড় করা, অতিরিক্ত ঘাম, বারবার ক্ষুধা লাগা, ওজন কমে যাওয়া, উচ্চ রক্তচাপ, অতিরিক্ত গরম লাগা, নারীর মাসিক বন্ধ হয়ে যাওয়া অথবা কম হওয়া, বন্ধ্যত্ব প্রভৃতি সমস্যা দেখা দিতে পারে।
এছাড়া থাইরয়েড গ্রন্থির গঠনগত কিছু রোগ রয়েছে। অনেক সময় থাইরয়েড গ্রন্থিগুলোতে কখনও ব্যথা হয়। দেখা দিতে পারে নডিউল বা ক্যান্সার।
থাইরয়েডজনিত প্রতিটি সমস্যার রয়েছে যথাযথ চিকিৎসা ব্যবস্থা। একজন হরমোন বিশেষজ্ঞ রোগের লক্ষণ ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সঠিকভাবে থাইরয়েডের রোগ নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তা দিতে পারেন। তবে অনেকের ক্ষেত্রে এটি শনাক্তের বাইরে থেকে যায়। এর দরুন পরবর্তীকালে নানা ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে। তাই থাইরয়েডের বিপত্তিজনিত কারণে যেসব লক্ষণ বা উপসর্গ দেখা যায় তা সম্পর্কে অবগত হতে পারলে এ রোগের ব্যাপারে সচেতন হওয়া সম্ভব। সন্দেহজনক যে কোনো উপসর্গ দেখা দিলে বা থাইরয়েডের বিপত্তি শনাক্ত হলে অবশ্যই একজন হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
ডা. এ হাসনাত শাহীন
ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ
সিনিয়র কনসালট্যান্ট, ইমপালস হাসপাতাল, তেজগাঁও, ঢাকা
ইনস্টিটিউট অব ওমেন অ্যান্ড চাইল্ড হেলথ ও এডব্লিউসিএইচ।
- বিষয় :
- স্বাস্থ্য
- থাইরয়েডের সমস্যা