প্রিমিয়ার ব্যাংকের দুটি নতুন শাখার উদ্বোধন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২২ | ১০:২০ | আপডেট: ২৭ মার্চ ২০২২ | ১০:২০
রাজধানী ঢাকার উত্তরায় ঈশা খাঁ এভিনিউ এবং কুমিল্লার গৌরীপুরে দুইটি নতুন শাখা উদ্বোধন করেছে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।
রোববার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এম. রিয়াজুল করিম, এফসিএমএ প্রধান অতিথি হিসেবে ঢাকার উত্তরায় ঈশা খাঁ এভিনিউ শাখা উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং চীফ বিজনেস অফিসার (সিবিও) কাজী আহ্সান খলিল; এসইভিপি ও বিভাগীয় প্রধান, এসএমই এবং কৃষি ঋণ বিভাগ মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন; এসইভিপি এবং উত্তরা শাখা প্রধান জনাব মো. ফায়েজুর রহমান তালুকদার; এফভিপি এবং গরীব- ই- নেওয়াজ শাখা প্রধান জনাব মো. হাবিবুর রহমান, এভিপি এবং উত্তরা ঈশা খাঁ এভিনিউ শাখার ম্যানেজার মো. সাইফুল ইসলামসহ স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়া একইদিন প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে কুমিল্লার গৌরীপুর শাখার উদ্বোধন করেন উপব্যবস্থাপনা পরিচালক এবং নারায়নগঞ্জ শাখা প্রধান মো. শহীদ হাসান মল্লিক; এফভিপি এবং গৌরীপুর শাখার ম্যানেজার মো. গিয়াস উদ্দিনসহ স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।