এডিপি বাস্তবায়নে সামান্য অগ্রগতি

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ মার্চ ২০২২ | ১২:০০ | আপডেট: ২৭ মার্চ ২০২২ | ২২:৩০
চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি আট মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন গত অর্থবছরের একই সময়ের চেয়ে সামান্য বেড়েছে। এ সময় ব্যয় হয়েছে সংশোধিত এডিপির ৩৬ শতাংশের মতো। আগের অর্থবছরের এ সময়ে বাস্তবায়নের হার ছিল ৩৪ শতাংশের কিছু কম।
পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, গত আট মাসে মন্ত্রণালয় ও বিভাগগুলো মোট ৮৪ হাজার ৭৬৫ কোটি টাকা ব্যয় করতে সক্ষম হয়েছে, যা সংশোধিত এডিপির ৩৫ দশমিক ৮০ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে বাস্তবায়নের হার ছিল ৩৩ দশমিক ৮৩ শতাংশ। ওই সময়ে ব্যয়ের পরিমাণ ছিল ৭২ হাজার ৬০৩ কোটি টাকা।
আইএমইডির প্রতিবেদন অনুযায়ী, একক মাসের হিসাবেও সমাপ্ত ফেব্রুয়ারিতে আগের বছরের একই মাসের তুলনায় এডিপি বাস্তবায়নের হার কিছুটা বেশি। গেল ফেব্রুয়ারিতে বাস্তবায়নের হার ৫ দশমিক ৫৯ শতাংশ। মাসটিতে ব্যয় করা সম্ভব হয়েছে ১৩ হাজার ২৩২ কোটি টাকা। গত বছরের ফেব্রুয়ারিতে এ হার ছিল ৫ দশমিক ৩৮ শতাংশ। ওই মাসে ব্যয়ের পরিমাণ ছিল ১১ হাজার ৫৫৫ কোটি টাকা।
গেল আট মাসের বাস্তবায়ন কিছুটা বাড়লেও কিছু মন্ত্রণালয়ের বাস্তবায়নের হার হতাশাজনক। প্রতিবেদন থেকে দেখা যায়, বাস্তবায়নের দিক থেকে সবচেয়ে পিছিয়ে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ। এ বিভাগের বাস্তবায়নের হার মাত্র ৩ দশমিক ২১ শতাংশ। বাণিজ্য মন্ত্রণালয়ের বাস্তবায়ন হার ৭ শতাংশেরও কম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাস্তবায়নের হার ৯ শতাংশের সামান্য বেশি। অন্তত ১০টি মন্ত্রণালয়ের বাস্তবায়ন হার ২০ শতাংশের বেশি নয়।
সংশোধনের পর চলতি অর্থবছরের এডিপির আকার দাঁড়িয়েছে দুই লাখ ১৭ হাজার ১৬৩ কোটি টাকা। এক হাজার ৫৯১টি প্রকল্পের বিপরীতে এ বরাদ্দ রয়েছে।
- বিষয় :
- এডিপি
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি
- আইএমইডি