পিপিই, ফেস শিল্ড ও মাস্কের দাম বাড়তে পারে

প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ জুন ২০২২ | ০৬:১০ | আপডেট: ০৯ জুন ২০২২ | ০৬:৩১
আগামী ২০২২-২৩ অর্থবছরে করোনা নিয়ন্ত্রণের মেডিকেল সামগ্রীর উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি প্রত্যাহারের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর ফলে এসব পণ্যের দাম বাড়তে পারে।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, কোভিড-১৯ টেস্ট কিট, পিপিই, প্রটেকটিভ গার্মেন্টস, প্লাস্টিক ফেস শিল্ডস, মেডিকেল প্রোটেকটিভ গিয়ার, প্রোটেকটিভ স্পেকটেকলেস অ্যন্ড গুগলস ফর মেডিকেল ইউসেজ এবং মাস্কের উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি প্রত্যাহারের প্রস্তাব করছি।
তিনি বলেন, করোনাভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব মোকাবিলায় বিশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে করোনাভাইরাস টেস্টিং কিট, বিশেষ ধরনের মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও পিপিই উৎপাদনে প্রয়োজনীয় কাঁচামাল, করোনাভাইরাস শনাক্তকরণে আরটি-পিসিআর কিট প্রস্তুতকরণে প্রয়োজনীয় কাঁচামাল আমদানির ওপর প্রযোজ্য সমুদয় শুল্ককর মওকুফ করা হয়েছে। প্রধামন্ত্রীর দূরদর্শী দিকনির্দেশনায় দেশে এখন করোনা পরিস্থিতির সমূহ উন্নতি ঘটেছে। তাই এসব পণ্যের ওপর বিদ্যমান রেয়াতি সুবিধা আগামী ৩০ জুন, ২০২২ এর পর রহিত করার প্রস্তাব করছি।
বিকেল ৩টার দিকে একাদশ জাতীয় সংসদের ১৮তম (বাজেট) অধিবেশন শুরুর পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অনুমোদনক্রমে প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী।
এটি দেশের ৫১তম, আওয়ামী লীগ সরকারের ২৩তম এবং অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালের চতুর্থ বাজেট।
এবারের বাজেটের আকার ধরা হয়েছে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা, যা জিডিপির ১৫ দশমিক ২ শতাংশ। গতবছর অর্থমন্ত্রী চলতি ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পেশ করেছিলেন। তবে সংশোধিত হয়ে এই বাজেটের আকার কমে দাঁড়ায় ৫ লাখ ৯৩ হাজার ৫০০ কোটি টাকা।