ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বাজেট প্রতিক্রিয়া

উৎসে কর বৃদ্ধি রপ্তানিতে প্রভাব ফেলবে

উৎসে কর বৃদ্ধি রপ্তানিতে প্রভাব ফেলবে

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০২২ | ১২:০০ | আপডেট: ১০ জুন ২০২২ | ২৩:১৪

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) প্রস্তাবিত বাজেটের ওপর প্রাথমিক প্রতিক্রিয়ায় বলেছে, রপ্তানি ক্ষেত্রে উৎসে কর দশমিক ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ১ শতাংশ প্রস্তাব করা হয়েছে; যা কার্যকর বর্তমান বিশ্ব পরিস্থিতিতে রপ্তানির ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে। সংগঠনটি উৎসে কর দশমিক ৫০ শতাংশ পুনর্বহাল করার প্রস্তাব করেছে। তবে তৈরি পোশাক শিল্পের মতো সব ধরনের রপ্তানিমুখী কোম্পানির করহারও ১২ শতাংশ করার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে বিসিআই।

বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) বলেন, করোনা ও ইউক্রেন সংকটের বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা ও শত প্রতিকূলতার মধ্যেও জনগণের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে কল্যাণমুখী বাজেট হয়েছে। উচ্চ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়ে ঘোষিত বাজেট আশাব্যঞ্জক হলেও সুশাসন, যথাযথ মনিটরিং, দক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও যথাযথ পরিকল্পনা নিশ্চিত করা না গেলে বাস্তবায়নে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে সরকারকে।

আরও পড়ুন

×