চূড়ান্ত বাজেটে কিছু প্রস্তাব বিবেচনার দাবি সিএসইর

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ জুন ২০২২ | ২১:০০ | আপডেট: ১১ জুন ২০২২ | ২১:০০
শেয়ারবাজার-সংশ্নিষ্ট চলতি বাজেটের সব বিধান প্রায় অপরিবর্তিত রাখায় সন্তোষ প্রকাশ করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। যদিও শেয়ারবাজারকে আরও গতিশীল করতে বাজেট-পূর্ব আলোচনায় স্টক এক্সচেঞ্জটির দেওয়া কোনো প্রস্তাব গ্রহণ করেননি অর্থমন্ত্রী। এ অবস্থায় ওই প্রস্তাবগুলো ফের বিবেচনার অনুরোধ জানিয়েছে সিএসই।
শনিবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অনুরোধ জানান সিএসইর সভাপতি ও ব্যবসায়ী নেতা আসিফ ইব্রাহিম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্টক এক্সচেঞ্জটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফারুক।
চূড়ান্ত বাজেটে যেসব প্রস্তাব অন্তর্ভুক্ত করতে সরকারকে অনুরোধ জানিয়েছে সিএসই তার অন্যতম হলো- শেয়ার লেনদেনে উৎসে কর শূন্য দশমিক শূন্য ১৫ শতাংশে নামিয়ে আনা, তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির করহার ব্যবধান ফের ১০ শতাংশ করা, কমোডিটি এক্সচেঞ্জসহ উন্নয়ন কার্যক্রমে বিনিয়োগ নিশ্চিতে সিএসইর করহার শূন্য করা, করছাড় দিয়ে হলেও সরকারি কোম্পানিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করা, জরিমানা দিয়ে শেয়ারবাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগ অব্যাহত রাখা, এসএমই কোম্পানির জন্য করহার প্রথম তিন বছর শূন্য এবং পরে ১৫ শতাংশ নির্ধারণ করা।