এসবিএসি ব্যাংকের নরসিংদী শাখা উদ্বোধন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২২ | ০০:১৪ | আপডেট: ০২ নভেম্বর ২০২২ | ০০:১৪
সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের ৮৫ তম নরসিংদী শাখা উদ্বোধন করা হয়েছে। সোমবার সোমবার নরসিংদী সদরের সুতা পট্টি সড়কের ইদ্রিস ম্যানশন-এ শাখাটি উদ্বোধন করা হয়।
উ্দ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসবিএসি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা। বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব এবং নরসিংদী পৌরসভার মেয়র জনাব আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু উপস্থিত ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক নুরুল আজীম, এ.কে.এম.রাশেদুল হক চৌধুরী, প্রধান কার্যালয়ের বিভিন্ন ডিভিশনের প্রধানরা এবং স্থানীয় ব্যবসায়ীরা সমাজের গণ্যমান্য ব্যক্তিরা। এ নিয়ে এসবিএসি ব্যাংকের শাখা ও উপশাখার সংখ্যা ১০৯ টিতে উন্নীত হলো। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- নরসিংদী
- এসবিএসি ব্যাংক
- ব্যাংকের উদ্বোধন