ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ড্যাপে ফ্লোর এরিয়া রেশিও বাড়ানোর প্রস্তাব এফবিসিসিআইর

ড্যাপে ফ্লোর এরিয়া রেশিও বাড়ানোর প্রস্তাব এফবিসিসিআইর

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২২ | ২১:৫৪ | আপডেট: ০৭ নভেম্বর ২০২২ | ২১:৫৪

পরিকল্পিত আবাসন ও উন্নত রাজধানী গড়তে নতুন যে বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) করা হয়েছে তাতে ফ্লোর এরিয়া রেশিও (এফএআর) আরও বাড়ানোর প্রস্তাব দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সোমবার রাজউক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সংগঠনটির পক্ষ থেকে এ প্রস্তাব দেওয়া হয়। এফবিসিসিআইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, ভবনের আয়তন ও উচ্চতা নির্ধারণ করার সূচক হচ্ছে এফএআর। এলাকা ও অবস্থানভেদে কতটুকু জমিতে কী ধরনের ও কত তলা ভবন নির্মাণ করা যাবে, তার আনুপাতিক হার এটি।

মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, ড্যাপে এলাকাভিত্তিক তথ্য-উপাত্ত সংরক্ষণ, আবাসন সংক্রান্ত আইন প্রণয়নের ক্ষেত্রে রিহ্যাবকে সম্পৃক্ত করা, এফএআর বাড়ানো, ভবন স্থাপনের নকশা পাওয়ার সময় নির্দিষ্ট করা দরকার।

রাজউক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা বলেন, গত ২৩ আগস্ট পর্যন্ত যেসব নকশার আবেদন করা হয়েছে সেগুলো আগের নিয়মেই অনুমোদন হবে। ওই সময় পর্যন্ত যেসব আবাসন ব্যবসায়ী জমির মালিকদের সঙ্গে রেজিস্টার্ড চুক্তি করেছেন তাদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন

×