ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

হাবিবুর রহমান এসবিএসি ব্যাংকের নতুন এমডি

হাবিবুর রহমান এসবিএসি ব্যাংকের নতুন এমডি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২২ | ০০:৩৩

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পেয়েছেন হাবিবুর রহমান। বাংলাদেশ ব্যাংকের অনাপত্তির পর গতকাল মঙ্গলবার তিনি এ পদে যোগদান করেন। ব্যাংকটির সাবেক এমডি মোসলেহ্‌ উদ্দীন আহমেদ এই ব্যাংক ছাড়ার পর থেকে তিনি ভারপ্রাপ্ত এমডির দায়িত্বে ছিলেন।

হাবিবুর রহমান চলতি বছরের জুন মাসে এসবিএসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ছিলেন। ২০১৩ সালে কার্যক্রম শুরুর পর তিনি হলেন ব্যাংকটির পঞ্চম এমডি।

এএনজেড গ্রিনলেজ ব্যাংকে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু। দীর্ঘ ২৭ বছরের ব্যাংকিং পেশায় তিনি দি সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, এইচএসবিসি এবং কানাডার টরোন্টো ডমিনিয়ন ব্যাংকে চাকরি করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর এবং বেলজিয়ামের ব্রাসেলস থেকে এমবিএ সম্পন্ন করেছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ওমেগা থেকে সার্টিফাইড ক্রেডিট প্রফেশনালস ডিগ্রি অর্জন করেন।

আরও পড়ুন

×