ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

অচিরেই আরও কয়েকটি প্রকল্পের সুফল মিলবে: শিল্পমন্ত্রী

অচিরেই আরও কয়েকটি প্রকল্পের সুফল মিলবে: শিল্পমন্ত্রী

বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার বিজয়ীদের সঙ্গে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনসহ অতিথিরা ফটো রিলিজ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৩ | ১৮:০০ | আপডেট: ০৬ জানুয়ারি ২০২৩ | ০৩:১০

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, পদ্মা সেতু ও মেট্রোরেলের উদ্বোধন করা হয়েছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা, পায়রা বন্দর ও মাতারবাড়ী সংলগ্ন এলাকায় গভীর সমুদ্রবন্দরের মতো আরও কয়েকটি বড় প্রকল্পের সুফলও অচিরেই পাবে দেশবাসী। এগুলোর কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। প্রকল্পগুলোর বাস্তবায়ন শেষ হলে মোট দেশজ উৎপাদন (জিডিপি) ক্রমান্বয়ে বাড়তে থাকবে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 'রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার' প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে শিল্পমন্ত্রী, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও শিল্প সচিব জাকিয়া সুলতানা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন।

শিল্প প্রতিমন্ত্রী বলেন, মধ্যম আয়ের বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে নিতে চতুর্থ শিল্পবিপ্লবকে কাজে লাগাতে হবে এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে।

এফবিসিসিআইর সভাপতি জসিম উদ্দিন বলেন, শিল্পনীতি বাস্তবায়নের সঙ্গে একাধিক মন্ত্রণালয় ও সংস্থা রয়েছে। এ বিষয়ে সংশ্নিষ্টদের দায়িত্ব পালনে বাধ্যবাধকতা জরুরি। এজন্য একটি আইনি কাঠামো দরকার।

পুরস্কার পেল যেসব প্রতিষ্ঠান: বৃহৎ শিল্প ক্যাটাগরিতে যৌথভাবে প্রথম হয়েছে রানার অটোমোবাইলস এবং ইনসেপ্‌টা ফার্মাসিউটিক্যালস। যৌথভাবে দ্বিতীয় হয়েছে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ এবং ফারিহা স্পিনিং মিলস এবং তৃতীয় হয়েছে এনভয় টেক্সটাইল। মাঝারি শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে নোমান টেরি টাওয়াল মিলস। যৌথভাবে দ্বিতীয় হয়েছে মাসকোটেক্স এবং এপিএস ডিজাইন ওয়ার্কস। আর যৌথভাবে তৃতীয় বেঙ্গল পলিমার ওয়্যারস এবং অকো-টেক্স। ক্ষুদ্রশিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে মাসকো ওভারসিজ। যৌথভাবে দ্বিতীয় আব্দুল জলিল লিমিটেড ও প্যাসিফিক সী ফুডস। তৃতীয় হয়েছে মাধবদী ডাইং ফিনিশিং মিলস। মাইক্রো শিল্প ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে মাসকো ডেইরি এন্টারপ্রাইজ। কুটির শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে ইন্টেলিজেন্ট কার্ড এবং দ্বিতীয় হয়েছে রং মেলা নারী কল্যাণ সংস্থা। হাইটেক শিল্প ক্যাটাগরিতে প্রথম ফেয়ার ইলেকট্রনিকস ও দ্বিতীয় মীর টেলিকম। তৃতীয় হয়েছে সার্ভিস ইঞ্জিন।

আরও পড়ুন

×