সৈয়দ আলমগীর এমজিআইর সিইও

সৈয়দ আলমগীর।
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১৪ মার্চ ২০২৩ | ০৩:৫১
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) এফএমসিজি বা দ্রুত বর্ধনশীল ভোগ্যপণ্য বাজার বিভাগের সিইও হিসেবে যোগ দিয়েছেন সৈয়দ আলমগীর। আকিজ ভেঞ্চারসের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ও সিইওর দায়িত্ব ছেড়ে তিনি এ পদের দায়িত্ব নিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে এমজিআই।
বাংলাদেশের ভোগ্যপণ্য বাজারের নেতৃস্থানীয় পদে সৈয়দ আলমগীর পরিচিত নাম। জাতীয় ও আন্তর্জাতিকভাবে বিপণন ক্ষেত্রে বিশেষ অবদান এবং সাফল্যের জন্য তিনি সমাদৃত হয়েছেন। বিপণনে তাঁর সাফল্যের গল্প মার্কেটিংয়ের জনক ড. ফিলিপ কোটলারের প্রিন্সিপালস অব মার্কেটিং বইয়ে অন্তর্ভুক্ত হয়েছে। এটি বিশ্বব্যাপী মার্কেটিং শিক্ষার্থীদের জনপ্রিয় একটি পাঠ্যবই।
২০১৯ সালে চ্যানেল আই ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আলমগীরকে বাংলাদেশের মার্কেটিং সুপারস্টার খেতাব প্রদান করে। সৈয়দ আলমগীর ইউনিসেফের প্রাইভেট সেক্টর অ্যাডভাইজরি বোর্ডের সদস্য।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইএবি) থেকে এমবিএ এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ ক্যাসেল থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন সৈয়দ আলমগীর। যুক্তরাজ্যের ফার্মাসিউটিক্যালস কোম্পানি মে অ্যান্ড বেকারে তাঁর কর্মজীবন শুরু।
১৯৯২ সালে তিনি যমুনা গ্রুপে গ্রুপ মার্কেটিং ডিরেক্টর হিসেবে যোগদান করেন। ১৯৯৮ সালে এসিআই লিমিটেডে এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে যোগদানের আগ পর্যন্ত ওই পদে ছিলেন। পরে তিনি এসিআই কনজ্যুমার ব্র্যান্ডস, এসিআই সল্ট, এসিআই পিওর ফ্লাওয়ার ও এসিআই ফুডসের ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পালন করেন।
- বিষয় :
- মেঘনা গ্রুপ
- সিইও