ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সঙ্গে অ্যাডি সফটের চুক্তি

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সঙ্গে অ্যাডি সফটের চুক্তি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৩ | ১৮:০০

সম্প্রতি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং অ্যাডি সফট লিমিটেডের মধ্যে ডিজিটাল মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের ফি পরিশোধবিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এ চুক্তির ফলে দেশের প্রায় তিন শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোবাইল অ্যাপস এফএসআইবিএল ক্লাউড এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ফার্স্ট ক্যাশের ম্যাধ্যমে তাঁদের বেতন ও অন্যান্য ফি প্রদান করতে পারবে।

ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী ও অ্যাডি সফটের ব্যবস্থাপনা পরিচালক মো. সাকিব রাব্বানি চুক্তিপত্র হস্তান্তর করেন।

আরও পড়ুন

×