ব্র্যাক ব্যাংকের উদ্যোগ
‘টালি খাতা’ দেখে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ঋণ

শিল্প ও বাণিজ্য ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৩ | ১৮:০০
অনেক ক্ষুদ্র ব্যবসায়ীই ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ঋণ নিয়ে তাঁদের ব্যবসাকে আরও বড় করতে চান। কিন্তু ঋণ নিতে গিয়ে হিমশিম খেতে হয়। আবার বন্ধক রাখার মতো কোনো সম্পদ না থাকায় আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকেও তাঁরা সাধারণত কোনো ধরনের ঋণ পান না। ফলে তাঁদের ব্যবসাটাকে আর বড় করা হয়ে ওঠে না।
ক্ষুদ্র ব্যবসায়ীদের এ সমস্যার সমাধান করতেই ব্র্যাক ব্যাংক বাংলাদেশে প্রথম চালু করেছে ‘দ্রুতি’ নামে একটি টালি লোন পদ্ধতি। ব্র্যাক ব্যাংক জানিয়েছে, ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রতিদিনের হিসাবের জন্য ব্যবহার করেন টালি খাতা। বাংলাদেশে ১ হাজার বছরেরও বেশি সময় ধরে প্রচলিত টালি খাতার ওপর ভিত্তি করেই ব্র্যাক ব্যাংক শুরু করেছে নতুন এ ঋণ ।
ক্ষুদ্র ব্যবসায়ীরা লেনদেন এবং ঋণযোগ্যতার প্রমাণ হিসেবে তাঁদের টালি খাতা ব্যবহার করতে পারেন। ব্র্যাক ব্যাংকের রিলেশনশিপ অফিসাররা ক্ষুদ্র ব্যবসাগুলো পরিদর্শনের পর ব্যবসায়ীদের টালি খাতার রেকর্ড অনুযায়ী তাঁদের প্রয়োজন ও চাহিদা মূল্যায়ন করেন এবং ঋণের আবেদন গ্রহণ করেন।
ব্র্যাক ব্যাংকের উদ্যোগটি ক্ষুদ্র ব্যবসার জন্য প্রসিদ্ধ নারায়ণগঞ্জেও চালু করা হয়েছে। পরে কুমিল্লা ও নরসিংদী অঞ্চলেও চালু করার পরিকল্পনা রয়েছে। ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন বলেন, ব্র্যাক ব্যাংকের টালি লোন ‘দ্রুতি’র কারণে আর্থিক লেনদেনের প্রতি ব্যবসায়ীদের যে আস্থা তা ব্যাংকিংকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ন্যায্য ও সমান সুযোগ তৈরি করছে।