বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের এক দিনের বেতন দেবে ভোক্তা অধিদপ্তর

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩ | ০১:১৯ | আপডেট: ০৯ এপ্রিল ২০২৩ | ০১:১৯
রাজধানীর বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় এক দিনের বেতন দেবেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। আজ রোববার সকালে অনুদানের চেক বঙ্গবাজার ব্যবসায়ী সমিতির কাছে হস্তান্তর করবেন অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। গতকাল শনিবার অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অফিসার্স অ্যাসোসিয়েশনের অনুদান এবং অধিদপ্তরের ইফতার অনুষ্ঠানের আয়োজন বাতিল করে সমুদয় অর্থের চেক বঙ্গবাজার ব্যবসায়ীদের সহায়তায় দেওয়া হবে।
এ ব্যাপারে সফিকুজ্জামান সমকালকে বলেন, অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়ে গেছে। সে ক্ষতি অপূরণীয়। তবে সামর্থ্য অনুযায়ী ভোক্তা অধিদপ্তর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। সে জন্য এই প্রচেষ্টা। ব্যবসায়ীদের ঘুরে দাঁড়াতে সহায়তার হাত বাড়িয়ে দিতে অন্যান্য প্রতিষ্ঠান ও সামর্থ্যবানরা এগিয়ে আসবেন বলে আশা করেন তিনি।