কৃষি সচিবের সঙ্গে বায়ার সাউথ এশিয়ার প্রেসিডেন্টের বৈঠক

--
প্রকাশ: ১১ মে ২০২৩ | ১৮:০০
সম্প্রতি বায়ার সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও স্মলহোল্ডার ফার্মিংয়ের গ্লোবাল হেড ডি নারাইনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কৃষি সচিব ওয়াহিদা আক্তারের সঙ্গে দেখা করে। তাদের মধ্যে বৈঠকে বাংলাদেশের কৃষিশিল্পকে শক্তিশালী করা এবং নিরাপদ খাদ্য সরবরাহে সহায়তা প্রদান বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে বায়ার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম বলেন, দেশে কৃষকদের যথাযথ সহযোগিতা দিলে এবং এ খাতের আধুনিকায়ন করতে পারলে খাদ্যনিরাপত্তা নিশ্চিত হবে।
- বিষয় :
- কৃষি সচিব
- ওয়াহিদা আক্তার