ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

কেক, মিষ্টি ও হাতে তৈরি বিস্কুটের দাম কমতে পারে

কেক, মিষ্টি ও হাতে তৈরি বিস্কুটের দাম কমতে পারে

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২৩ | ১১:০৭ | আপডেট: ০১ জুন ২০২৩ | ১১:১০

আগামী ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে হাতে তৈরি বিস্কুট ও কেকের (পার্টিকেক ব্যতীত) অব্যাহতি সীমা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া মিষ্টান্ন ভাণ্ডারের মূসক হার হ্রাস করার প্রস্তাব করা হয়েছে। এর ফলে মিষ্টি, কেক ও হাতে তৈরি বিস্কুটের দাম কমতে পারে।

বৃহস্পতিবার বিকেল ৩টায় একাদশ জাতীয় সংসদের ২৩তম (বাজেট) অধিবেশন শুরুর পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অনুমোদনক্রমে প্রস্তাবিত বাজেট উপস্থাপনে এ কথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী বলেন, ‘হাতে তৈরি বিস্কুট’ এর অব্যাহতি সীমা প্রতি কেজি ১৫০ টাকার পরিবর্তে ২০০ টাকা এবং ‘কেক (পার্টিকেক ব্যতীত)’ এর অব্যাহতি সীমা প্রতি কেজি ২৫০ টাকার পরিবর্তে ৩০০ টাকা নির্ধারণ করার প্রস্তাব করছি।

তিনি বলেন, মিষ্টান্ন ভাণ্ডার সেবা থেকে কাঙ্ক্ষিত রাজস্ব আদায়ের লক্ষ্যে এ খাতে বলবৎ ১৫ শতাংশ মূসক হার হ্রাসপূর্বক ৭ শতাংশ ৫ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করছি।

এটি দেশের ৫২তম এবং আওয়ামী লীগ সরকারের ২৪তম বাজেট। আর অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালের এটি পঞ্চম বাজেট।

/আরএইচ/

আরও পড়ুন

×