পরিবেশ, বন ও জলবায়ু খাতে ১৬৩৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ জুন ২০২৩ | ১৫:০১ | আপডেট: ০১ জুন ২০২৩ | ১৫:০১
২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পরিবেশ, বন ও জলবায়ু খাতে এক হাজার ৬৩৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
গত অর্থবছরে এই খাতে বাজেটের পরিমাণ ছিল এক হাজার ৫০১ কোটি টাকা। সংশোধিত বাজেটে যা হ্রাস পেয়ে দাঁড়িয়েছিল এক হাজার ৩৫৭ কোটি টাকা।
বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘আগামী অর্থবছরে পরিবেশ, বন ও জলবায়ু খাতে এক হাজার ৬৩৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি, যা ২০২২-২৩ অর্থবছরে ছিল এক হাজার ৫০১ কোটি টাকা।’
অর্থমন্ত্রী আরও বলেন, ‘পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জন্য উন্নয়ন ব্যয় হিসেবে ৮৫১ কোটি এবং অনুন্নয়ন ব্যয় হিসেবে ৭৮৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।’
- বিষয় :
- বাজেট ২০২৩-২৪
- বাজেট
- পরিবেশ
- বন
- জলবায়ু