ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

এমটিবি ও বেসিক বিল্ডার্সের মধ্যে চুক্তি

এমটিবি ও বেসিক বিল্ডার্সের মধ্যে চুক্তি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৩ | ১৮:০০

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) লিমিটেড এবং বেসিক বিল্ডার্স লিমিটেডের মধ্যে সম্প্রতি এমটিবি’র প্রধান কার্যালয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই সমঝোতা স্মারকের আওতায়, বেসিক বিল্ডার্সের গ্রাহকরা এমটিবি থেকে হ্রাসকৃত প্রসেসিং ফি এবং সুদের হারে হোম লোন পেতে সক্ষম হবেন।

একইভাবে, এমটিবি গ্রাহকরাও বেসিক বিল্ডার্স লিমিটেড থেকে একটি বিশেষ ছাড়ের অফারসহ অ্যাপার্টমেন্ট কেনার সুযোগ পাবেন। এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান এবং বেসিক বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে এমটিবি’র হেড অব রিটেইল ব্যাংকিং ডিভিশন, মোঃ শাফকাত হোসেন, ম্যানেজার, এমটিবি কর্পোরেট ব্রাঞ্চ, মেসবাহ উদ্দিন চৌধুরী, হেড অব রিটেইল নিউ বিজনেস, তাহসিন শহীদ, হেড অব রিটেইল নিউ বিজনেস, এবং বেসিক বিল্ডার্স লিমিটেডের জেনারেল ম্যানেজার, সেলস্‌ ও মার্কেটিং, মোঃ মাজহারুল আলম মামুন ও সিনিয়র ম্যানেজার, সেলস্‌ ও মার্কেটিং, মোঃ রাসেল মুকুলসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×