ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

মানবাধিকার ও পরিবেশ রক্ষায় পোশাক খাতে নতুন প্ল্যাটফর্ম

মানবাধিকার ও পরিবেশ রক্ষায় পোশাক খাতে নতুন প্ল্যাটফর্ম

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১২ জুন ২০২৩ | ০৬:৩৫

পোশাক খাতে মানবাধিকার এবং পরিবেশ রক্ষার লক্ষ্যে রেসপন্সিবল বিজনেস হাব (আরবিএইচ) নামে নতুন একটি প্ল্যাটফর্ম কাজ শুরু করেছে। দেশের তৈরি পোশাক শিল্পে মানবাধিকার এবং পরিবেশগত বিষয়ে ‘ডিউ ডিলিজেন্স’ শক্তিশালী করতে কাজ করবে এ প্ল্যাটফর্ম। পোশাক খাতের উদ্যোক্তা রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর এই উদ্যোগে সহায়তা দিচ্ছে জার্মানির উন্নয়ন সংস্থা জিআইজেড।

রোববার রাজধানীর হোটেল ওয়েস্টিনে আরবিএইচের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন বিজিএমইএর সহসভাপতি শহিদউল্লাহ আজিম, ঢাকায় জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন জান জানোস্কি, বিকেএমইএর সহসভাপতি ফজলে শামীম এহসান, বিজিএমইএর পরিচালক আবদুল্লাহহিল রাকিব প্রমুখ।

অনুষ্ঠানে শহিদউল্লাহ আজিম বলেন, আরবিএইচ একটি তথ্যকেন্দ্র হিসেবে কারখানাগুলোকে মানবাধিকার এবং পরিবেশগত ডিউ ডিলিজেন্সের বাধ্যবাধকতা বিষয়ে সর্বাধুনিক জ্ঞান ও সঠিক নির্দেশনা দেবে। ডিউ ডিলিজেন্সের বিষয়ে অনেক আইন ও বিধি পাস হচ্ছে। এসব নিয়মকানুন সঠিকভাবে পরিপালনে একটি সমন্বিত নীতিভিত্তিক আইন দরকার, যাতে পোশাক খাতের ব্র্যান্ড ক্রেতাসহ সরবরাহ চেইনের সবার কাছে অংশীদারিত্ব থাকবে। বিজিএমইএ পরিবেশ, সামাজিক ও সুশাসন ব্যবস্থাকে অগ্রাধিকার দেয়।

রেসপন্সিবল বিজনেস হাব পোশাক শিল্পে ডিউ ডিলিজেন্স এবং সাসটেইনেবিলিটি বিষয়ে নতুন প্রবিধানগুলো গ্রহণ এবং মেনে চলার জন্য কারখানাগুলোর সক্ষমতা জোরদারে সহায়তা করবে। এটি পোশাক প্রতিষ্ঠানগুলোকে তাদের সব কার্যকলাপে পরিবেশগত এবং মানবাধিকার বিষয়ক ডিউ ডিলিজেন্সকে একীভূত করতে সহায়তা করবে; যাতে মানুষ এবং পরিবেশের ওপর ব্যবসায়িক কার্যকলাপের নেতিবাচক প্রভাবগুলো প্রতিরোধ এবং মোকাবিলা করা যায়।

আরও পড়ুন

×