আগামী অর্থবছর থেকে প্রান্তিকভিত্তিক জিডিপির হিসাব

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ জুন ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১৪ জুন ২০২৩ | ০৩:২১
আগামী অর্থবছর থেকে প্রান্তিকভিত্তিক মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হিসাব প্রকাশ করা হবে। এ বিষয়ে কাজ শুরু হবে অর্থবছরের শুরু থেকেই। প্রস্তুতি হিসেবে বাংলাদেশ ব্যাংক এবং জাতীয় রাজস্ব বোর্ডসহ (এনবিআর) সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
মঙ্গলবার বিবিএসের ন্যাশনাল অ্যাকাউন্টিং উইংয়ের সম্পাদিত কার্যক্রম অবহিতকরণ-সংক্রান্ত কর্মশালায় এই তথ্য তুলে ধরা হয়। রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সভাপতিত্ব করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন।পরিকল্পনামন্ত্রী বলেন, পরিসংখ্যান সংস্থা হিসেবে বিবিএসের গ্রহণযোগ্যতা আগের চেয়ে অনেক বেড়েছে। এখনও তাদের যে সব দুর্বলতা আছে সেগুলো দ্রুত কাটিয়ে উঠতে হবে। আইন এবং নিয়মের মধ্যে সব ধরনের তথ্য এবং প্রতিবেদন যথাসময়ে প্রকাশ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী।
আলোচনায় ড. শাহনাজ আরেফিন বলেন, আগামী অর্থবছরের প্রথম প্রান্তিকের জিডিপি প্রতিবেদনে নারীর গৃহস্থালি কাজকে অন্তর্ভুক্ত করা হবে।
বিবিএসের পরিচালক জিয়াউদ্দীন আহমেদ বলেন, পরিবর্তনশীল অর্থনৈতিক অবকাঠামোর হালনাগাদ চিত্র তুলে ধরতে ইতোমধ্যে জিডিপির ভিত্তি বছর পরিবর্তন করে ২০১৫-১৬ করা হয়েছে।