১১ মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে ৬২ শতাংশ

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ জুন ২০২৩ | ১৮:০০
উন্নয়ন কর্মকাণ্ডে একরকম স্থবিরতা চলছে। গত মে মাস পর্যন্ত চলতি অর্থবছরের ১১ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার গত দুই অর্থবছরের মধ্যে কম। ১ লাখ ৪৬ হাজার ২১ কোটি টাকা ব্যয় করতে পেরেছে মন্ত্রণালয় ও বিভাগগুলো। বরাদ্দ অনুযায়ী এখনও অব্যয়িত অর্থ ৯০ হাজার ৫৩৯ কোটি টাকা। অথচ অর্থবছর শেষ হতে আর মাত্র এক মাস বাকি।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রতিবেদন অনুসারে, চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে এডিপি বাস্তবায়নের হার মাত্র ৬১ দশমিক ৭৩ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ৬৪ দশমিক ৮৪ শতাংশ। অবশ্য একক মাসের হিসাবে পরিস্থিতি তুলনামূলক। গত মে মাসে বাস্তবায়ন হয়েছে ১১ দশমিক ৪০ শতাংশ হারে, যা গত অর্থবছরের একই মাসে ছিল ১০ দশমিক ২৭ শতাংশ। গত মাসে ব্যয় হয়েছে ২৬ হাজার ৯৫৭ কোটি টাকা। গত অর্থবছরের একই মাসে যা ছিল ২২ হাজার ৫৫৮ কোটি টাকা।
চলতি অর্থবছর ১ হাজার ৬৮৩টি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এসব প্রকল্পের বাস্তবায়নে গতি আশানুরূপ না হওয়ায় সংশোধিত এডিপিতে (আরএডিপি) বড় অঙ্কের কাটছাঁট হয়েছে। প্রায় ২০ হাজার কোটি টাকা কমিয়ে আনায় আরএডিপির আকার দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ৫৬০ কোটি টাকায়। মূল এডিপির আকার ছিল ২ লাখ ৫৬ হাজার ৩ কোটি টাকা।
আইএমইডির প্রতিবেদনে দেখা যায়, গত ১১ মাসে বিদেশি ঋণের প্রকল্পের বাস্তবায়ন তুলনামূলক বেশি। প্রায় ৭১ শতাংশ অর্থ ব্যয় হয়েছে এসব প্রকল্পে। এটি প্রায় ৫৩ হাজার কোটি টাকা। অন্যদিকে, সরকারের নিজস্ব অর্থায়নের প্রকল্প বাস্তবায়নের হার ৫৭ শতাংশ। এ উৎসে বরাদ্দের ব্যয় ৮৭ হাজার ৮৭৭ কোটি টাকা। বাস্তবায়নকারী সংস্থাগুলোর নিজস্ব জোগানের প্রকল্প ব্যয়ও খুব বেশি নয়। গত ১১ মাসে মোট বরাদ্দের ৬০ শতাংশের মতো ব্যয় করা সম্ভব হয়েছে এ ধরনের প্রকল্পে। ব্যয় হয়েছে মোট ৫ হাজার ৩৫৮ কোটি টাকা।