আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে কৃষি ব্যাংকের এপিএ স্বাক্ষর

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৩ | ১৮:০০ | আপডেট: ২৬ জুন ২০২৩ | ০৭:৪৩
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২৩-২৪ স্বাক্ষর করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক।
রোববার আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান এ চুক্তি স্বাক্ষর করেন।
এ সময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. আজিমুদ্দিন বিশ্বাস এনডিসি এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক মোহা. খালেদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।