ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

অগ্রণী ব্যাংকের নতুন নাম অগ্রণী ব্যাংক পিএলসি

অগ্রণী ব্যাংকের নতুন নাম অগ্রণী ব্যাংক পিএলসি

--

প্রকাশ: ০৬ জুলাই ২০২৩ | ১৮:০০

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে ব্যাংকটির নাম হবে অগ্রণী ব্যাংক পিএলসি।

বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে বিশেষ সাধারণ সভায় নাম পরিবর্তনের বিষয়টি অনুমোদন হয়েছে।

সভায় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ড. নাহিদ হোসেন, পরিচালনা পর্ষদের সদস্য বিশ্বজিৎ ভট্টাচার্য খোকন, মফিজ উদ্দীন আহমেদ, কাশেম হুমায়ূন, কে এম এন মঞ্জুরুল হক লাবলু, খোন্দকার ফজলে রশিদ, তানজিনা ইসমাইল, মো. শাহাদাৎ হোসেন এবং মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মুরশেদুল কবীর, বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক মো. জাকির হোসেন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×