এমটিবি ও গ্রামীণফোনের উদ্যোগে টাচ-ফ্রি অটোমেশন সিস্টেম

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৩ | ১৮:০০
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) এবং গ্রামীণফোন যৌথ উদ্যোগে তাদের পরিবেশকদের বা ডিস্ট্রিবিউটরদের জন্য ‘টাচ-ফ্রি অটোমেশন সিস্টেম’ চালু করেছে।
এই উদ্ভাবনী সহযোগিতার লক্ষ্য ম্যানুয়াল হস্তক্ষেপ দূর করে প্রোডাক্ট লিফটিং প্রক্রিয়াকে সহজ করা এবং সম্পূর্ণ স্বয়ংক্রিয় সক্ষমতা নিশ্চিত করা।
এমটিবি ও গ্রামীণফোনের মধ্যে সম্প্রতি জিপির প্রধান কার্যালয়ে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান এবং জিপির প্রধান নির্বাহী ইয়াসির আজমান চুক্তি স্বাক্ষর করেন।
- বিষয় :
- এমটিবি
- গ্রামীণফোন
- টাচ-ফ্রি অটোমেশন সিস্টেম