ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

গ্রোসারি পিকআপ সুবিধা চালু করল ফুডপান্ডা

গ্রোসারি পিকআপ সুবিধা চালু করল ফুডপান্ডা

--

প্রকাশ: ১৭ জুলাই ২০২৩ | ১৮:০০

স্টোর থেকেই গ্রাহকদের জন্য সরাসরি গ্রোসারি পিকআপ করার সুবিধা চালু করল শীর্ষস্থানীয় ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপান্ডা। সোমবার থেকে এ সুবিধা চালু হয়েছে।

বর্তমানে শুধু রাজধানীর গুলশান-২-এ অবস্থিত ফুডপান্ডার নিজস্ব গ্রোসারি ডার্কস্টোর পান্ডামার্ট থেকে গ্রাহকরা গ্রোসারি পিকআপ করার সুযোগ পাচ্ছেন।

এ সুবিধা ব্যবহারের জন্য গ্রাহককে ডেলিভারি চার্জ দিতে হবে না। এর আগে রেস্তোরাঁ থেকেও সরাসরি খাবার নেওয়ার জন্য পিকআপ সুবিধা চালু করেছিল ফুডপান্ডা। সংবাদ বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

×