ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

সনি করপোরেশনের সঙ্গে ইন্টারকন্টিনেন্টাল ঢাকার চুক্তি

সনি করপোরেশনের সঙ্গে ইন্টারকন্টিনেন্টাল ঢাকার চুক্তি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৩ | ১৮:০০

সনি-স্মার্টের অনুমোদিত বিক্রয়কেন্দ্র থেকে জাপানের সনির টেলিভিশন কিনলেই পণ্যভেদে নানা ধরনের স্টেকেশন সুবিধা মিলবে ইন্টারকন্টিনেন্টাল ঢাকায়।

সম্প্রতি এ বিষয়ে সনি এবং স্মার্টের সঙ্গে ইন্টারকন্টিনেন্টাল ঢাকার চুক্তি সই হয়েছে। সনি করপোরেশনের পক্ষে সনি সাউথ ইস্ট এশিয়া (আরএমডিসি) প্রেসিডেন্ট জেরেমি হেং চুন গুয়ান, স্মার্ট ইলেকট্রনিকসের পক্ষে পরিচালক মো. তানভীর হোসেন এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকার পক্ষে মহাব্যবস্থাপক অশ্বিনী নায়ার চুক্তিতে সই করেন।

আরও পড়ুন

×