ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

এফবিসিসিআই নির্বাচনে ভোট চলছে

এফবিসিসিআই নির্বাচনে ভোট চলছে

ভোট দিচ্ছেন ভোটার। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৩ | ০৮:১৪ | আপডেট: ৩১ জুলাই ২০২৩ | ০৯:০৪

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোট চলছে। সোমবার রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোট দেবেন ১ হাজার ৯৯০ ব্যবসায়ী।

ভোটাররা বলছেন, ভোট হওয়ায় প্রার্থীদের কাছে তাদের কদর বেড়েছে। ভোটের মাধ্যমে পরিচালক নির্বাচিত হলে ব্যবসায়ীদের কাছে নেতাদের দায়বদ্ধতা থাকে। সিলেকশন সিস্টেম পুরোপুরি বাতিল চান ভোটাররা।

বাংলাদেশ রাবার গার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. হারুন বলেন, ‘চট্টগ্রাম থেকে ভোট দিতে এসেছি। ভালো লাগছে। কারণ ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হলে ব্যবসায়ীদের স্বার্থে তারা কাজ করবেন। ব্যবসায়ীদের কাছে তাদের দায় থাকবে। কিন্তু সরাসরি পরিচালক নির্বাচিত হলে তারা নিজেদের মতো কাজ করেন।’ 

নির্বাচন সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুর ১টার আগ পর্যন্ত ২০ শতাংশের মতো ভোট পড়েছে। 

এফবিসিসিআইয়ের বর্তমান সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, ‘এবার নির্বাচন বিধিতে পরিবর্তন আনা হয়েছে। মূলত সিলেকশন সিস্টেম থেকে বেরিয়ে আসার জন্য এটা করা হয়েছে। নতুন যারা নেতৃত্বে আসবেন, তাদের সামনে চ্যালেঞ্জ অনেক।’

এবার ভোট উপলক্ষে প্রার্থীরা বেশ প্রচার চালিয়েছেন। ভোটারদের টানতে প্রার্থীরা উপহারও দিয়েছেন বলে জানা গেছে। অন্য বছর ভোটের আগে প্রার্থীদের ব্যানার-ফেস্টুন বা পোস্টার দেখা যায় না। তবে এবার রাজধানীর বেশ কিছু জায়গায় উভয় প্যানেলের প্রার্থীদের পোস্টার দেখা গেছে। 

নির্বাচন বোর্ডের নির্দেশনা অনুযায়ী, ভোটার ছাড়া অন্য কারও কেন্দ্রে প্রবেশাধিকার নেই। নির্ধারিত ভোটার আইডি কার্ড ছাড়া কোনো প্রার্থী বা ভোটার কেন্দ্রে ঢুকতে পারবেন না। তবে সরজমিনে দেখা গেছে, প্রভাবশালী কিছু ব্যবসায়ী নেতা ভোটার না হয়েও কেন্দ্রে প্রবেশ করেছেন। এতে প্রার্থীদের কেউ কেউ অসন্তোষ প্রকাশ করেছেন।

সংগঠনটিতে ৮০ জন পরিচালকের মধ্যে ৩৪ জন ইতোমধ্যে মনোনীত হয়েছেন। আর ২৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ভোটাভুটি হবে মাত্র ২৩ পরিচালক পদে। এ জন্য লড়ছেন ৪৯ প্রার্থী। এর মধ্যে ব্যবসায়ী ঐক্য পরিষদ ও সম্মিলিত ব্যবসায়ী পরিষদ থেকে ৪৬ জন প্রার্থী। এ ছাড়া নির্বাচন করবেন তিনজন স্বতন্ত্র প্রার্থী। 

এফবিসিসিআইতে চেম্বার ও অ্যাসোসিয়েশন– এ দুই গ্রুপ থেকে পরিচালক নির্বাচিত হন। তবে চেম্বার থেকে শুধু ব্যবসায়ী ঐক্য পরিষদের ২৩ জন পরিচালক প্রার্থী রয়েছেন। তাদের বিপরীতে অন্য কোনো প্যানেল না থাকায় এ গ্রুপে নির্বাচন হবে না। প্রার্থীরা বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। অ্যাসোসিয়েশন গ্রুপেও বিনা ভোটে পরিচালক নির্বাচিত করার প্রস্তাব এসেছিল। কিন্তু এ গ্রুপের বেশির ভাগ প্রার্থী তাতে রাজি না হওয়ায় অবশেষে ভোট হচ্ছে।

ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃত্ব দিচ্ছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। অন্যদিকে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ ইলেক্ট্রিক্যাল অ্যাসোসিয়েশনের প্রতিনিধি মীর নিজাম উদ্দিন আহমেদ।

এফবিসিসিআই পর্ষদে ভোটের বাইরে মনোনীত পরিচালক থাকবেন ৩৪ জন। এর মধ্যে চেম্বার গ্রুপ থেকে ১৭ জন এবং অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ১৭ জন। এ ৩৪ জনের মধ্যে দুই গ্রুপ থেকে একটি করে মোট দুটি পদ ফাঁকা রয়েছে।

নির্বাচিত পরিচালকদের ভোটে আগামী ২ আগস্ট এফবিসিসিআই সভাপতি, সিনিয়র সহসভাপতি ও ছয়জন সহসভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

×