কক্সবাজারে মানি লন্ডারিং প্রতিরোধবিষয়ক কর্মশালা

--
প্রকাশ: ০১ আগস্ট ২০২৩ | ১৮:০০
সম্প্রতি কক্সবাজারে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাদের উপস্থিতিতে ‘মানি লন্ডারিং প্রতিরোধ এবং সন্ত্রাসবাদের অর্থায়ন প্রতিরোধ’-বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চিফ অ্যান্ড মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার কাজী আকতারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিএফআইইউর নির্বাহী পরিচালক এএফএম শাহিনুল ইসলাম।
বক্তব্য দেন বিএফআইইউর যুগ্ম পরিচালক রোকন-উজ-জামান ও মোহাম্মদ ইসমাইল প্রধান এবং উপপরিচালক মাহমুদুল হক ভূঁইয়া।