বিএফটিআইর সঙ্গে বিসিআইর এমওইউ

ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৩ | ১৮:০০
সরকারের বাণিজ্যবিষয়ক নীতিনির্ধারণে সহযোগিতায় গুণগত মানসম্পন্ন গবেষণার উদ্দেশ্যে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত (এমওইউ) হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর টিসিবি ভবনে বিএফটিআইর সম্মেলন কক্ষে এ স্মারক স্বাক্ষরিত হয়।
ড. মো. জাফর উদ্দীন বলেন, বিএফটিআই প্রতিষ্ঠালগ্ন থেকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বাণিজ্যসংক্রান্ত জ্ঞান ও দক্ষতা বাড়াতে কাজ করছে।বিএফটিআই ও বিসিআইর সমঝোতার ফলে বিভিন্ন পরিকল্পিত উদ্যোগ বিনিয়োগের পথ সুগম করবে এবং প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে পণ্য, সেবা ও বাজার বহুমুখীকরণের মাধ্যমে টেকসই অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করবে।
বিসিআই সভাপতি বলেন, সমঝোতা স্মারকের মাধ্যমে বিএফটিআই ও বিসিআইর মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং বাণিজ্যিক উন্নয়নে বহুমাত্রিক কার্যক্রমের সূচনা হচ্ছে, যা বাংলাদেশের ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।