ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

মতামত জরিপ

১৬ ক্যাটেগরিতে সেরা এয়ারলাইনস পুরস্কার ঘোষণা

১৬ ক্যাটেগরিতে  সেরা এয়ারলাইনস  পুরস্কার ঘোষণা

২০২৩ সালের সেরা আন্তর্জাতিক এয়ারলাইনস এমিরেটস। ছবি-সংগৃহীত

শিল্প ও বাণিজ্য ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০

নিয়মিত আকাশ ভ্রমণকারীদের মতামত জরিপের ভিত্তিতে দুবাইভিত্তিক এমিরেটস বছরের সেরা এয়ারলাইনস এবং ইউএস-বাংলা সেরা ডমেস্টিক এয়ারলাইনস নির্বাচিত হয়েছে। বুধবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে শেয়ারট্রিপ-মনিটর এয়ারলাইনস অব দ্য ইয়ার-২০২৩-এর ফলাফল ঘোষণা করা হয়। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বেসামরিক বিমান চলাচল ও পর্যটনবিষয়ক প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী এয়ারলাইনসগুলোর প্রতিনিধিদের হাতে ট্রফি তুলে দেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এম. মফিদুর রহমান, জুরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রূবাইয়াত-উল-ইসলাম, বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম প্রমুখ।

বাংলাদেশে কার্যক্রমরত এয়ারলাইনসগুলোকে পরিষেবার ১৬টি ক্যাটেগরিতে পুরস্কার দেওয়া হয়। সর্বোচ্চ সংখ্যক স্বর্ণ ট্রফি জিতে নেয় এমিরেটস এয়ারলাইনস। জাতীয় বিমান সংস্থা ‘বিমান’ সেরা ইকোনমি শ্রেণি এবং ইকোনমি শ্রেণিতে সেরা খাবার ক্যাটেগরিতে স্বর্ণ ট্রফি লাভ করে। কাতার এয়ারওয়েজ বছরের সেরা কার্গো এয়ারলাইনস নির্বাচিত হওয়া ছাড়াও বিজনেস শ্রেণিতে সেরা খাবারের জন্য স্বর্ণ ট্রফি জিতে নেয়। সেরা আঞ্চলিক এয়ারলাইনস ক্যাটেগরিতে স্বর্ণ ট্রফি লাভ করেছে ভিস্তারা এবং সেরা বাজেট এয়ারলাইনস ক্যাটেগরিতে স্বর্ণ ট্রফি লাভ করে ইন্ডিগো।

সেরা ডমেস্টিক এয়ারলাইনস ক্যাটেগরি ছাড়াও ইউএস-বাংলা সেরা গ্রাহকবান্ধব এয়ারলাইনস (ডমেস্টিক) ক্যাটেগরিতে স্বর্ণ ট্রফি লাভ করে। সেরা অনটাইম পারফরম্যান্স (ডমেস্টিক) ক্যাটেগরিতে নভোএয়ার স্বর্ণ ট্রফি জিতে নেয়।

আরও পড়ুন

×