সিন্ডিকেট বলতে কোনো গোষ্ঠী নেই: পরিকল্পনামন্ত্রী

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৩ | ১৬:৩৭ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৩ | ১৬:৩৭
পুলিশি অভিযান বা জরিমানা আদায় করে পণ্যের বাজার নিয়ন্ত্রণের চেষ্টা সাময়িক সমাধান বলে মনে করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
তিনি বলেছেন, বাজার নিয়ন্ত্রণে টেকসই সমাধান হিসেবে সরকারি প্রতিষ্ঠান টিসিবিকে শক্তিশালী করতে হবে। এ ছাড়া উৎপাদন বৃদ্ধি এবং সরকারিভাবে প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত রাখতে হবে।
শনিবার কৃষিজ পণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সদিচ্ছাবিষয়ক এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। রাজধানীর এফডিসি মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ডিবেট ফর ডেমোক্রেসি।
সিন্ডিকেট প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, সিন্ডিকেট বলতে কোনো গোষ্ঠী নেই। তবে কিছু অসাধু ব্যবসায়ীর কৌশল আছে, যা প্রায়ই পণ্যমূল্য বাড়িয়ে দেয়। পণ্য পরিবহনে পথে পথে চাঁদাবাজির কথা স্বীকার করে তিনি বলেন, এ সমস্যা আগের চেয়ে কিছুটা কমেছে। আসছে জাতীয় নির্বাচনের সময় চা, চিনিসহ আরও কিছু পণ্যের চাহিদা বাড়ায় দ্রব্যের মূল্য বৃদ্ধিতে কিছুটা প্রভাব পড়তে পারে। তবে তা নিয়ন্ত্রণযোগ্য।
বাজার নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি আরও বলেন, মূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় পণ্য দ্রুত আমদানি করতে হবে। চাহিদা অনুযায়ী পণ্য আমদানিতে আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে হবে। ডিম আমদানির উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, ডিম আমদানির ঘোষণা এসেছিল বহু আগে, কিন্তু এখনও আমদানি করা ডিম বাজারে আসেনি। এ ক্ষেত্রে কৃষি, বাণিজ্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে সমন্বয়ের মাধ্যমে দ্রুততম সময়ে আমদানির সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। কৃষিপণ্যের বাজার নিয়ন্ত্রণে উৎপাদন পর্যায়ে সমবায় শক্তি জোরদার করা, পণ্য উৎপাদন, পরিবহন ও বিপণন ব্যবস্থার ওপর স্থানীয় প্রশাসনের নজরদারি বাড়ানোসহ সাত দফা সুপরিশ তুলে ধরেন তিনি।